ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

চল্লিশে ইনিয়েস্তার অবসর

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৯, ৩ অক্টোবর ২০২৪

চল্লিশে ইনিয়েস্তার অবসর

পরিবারসহ স্প্যানিশ মিডফিল্ডার ইনিয়েস্তা

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। অর্ধযুগ আগেই জাতীয় দল স্পেনের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। তবে ক্লাব ফুটবলে খেলাটা চালিয়ে যান সাবেক বার্সেলোনার এই স্প্যানিয়ার্ড। এবার সব ধরনের ফুটবল থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। আগামী ৮ অক্টোবর সৌদি আরবের ক্লাব এমিরেটসের হয়ে শেষবার মাঠে নামবেন ৪০ বছর বয়সী এই মিডফিল্ডার। ওই ম্যাচ শেষেই সব ধরনের ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিবেন আন্দ্রেস ইনিয়েস্তা।
রেলেভোর বরাত দিয়ে গোল ডট কম জানিয়েছে, আগামী ৮ অক্টোবর পেশাদার ফুটবল হিসেবে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন ইনিয়েস্তা। নিজের জার্সির নম্বরের সঙ্গে মিল রেখে এই দিনটিকে বেছে নিয়েছেন তিনি। এর ফলে মেজর লিগ সকারে তার পুরনো সতীর্থ লিওনেল মেসি, সার্জিও বুসকেটসের সঙ্গে পুনর্মিলনের যে গুঞ্জন উঠেছিল, তা আর বাস্তব হচ্ছে না। ১৯৯৬ সালে বার্সেলোনার যুব দলে যোগ দিয়েছিলেন ইনিয়েস্তা। সেই থেকে ২০১৮ পর্যন্ত কাতলানদের জার্সিতেই খেলেছেন। ২০১৮ সালে জাপানের ক্লাব ভিসেল কোবেতে পাঁচ বছর খেলার পর ২০২৩ সালে যোগ দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটসে।

×