ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার আরব আমিরাতে শুরু হচ্ছে নবম নারী টি২০ বিশ্বকাপ

বিশ্বকাপের জন্য প্রস্তুত জ্যোতিরা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৬, ২ অক্টোবর ২০২৪

বিশ্বকাপের জন্য প্রস্তুত জ্যোতিরা

দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে উল্লসিত বাংলাদেশের মেয়েরা

আরব আমিরাতে বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে নারী টি২০ বিশ^কাপের নবম আসর। তবে ষষ্ঠবারের মতো এবার অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইতোমধ্যেই এই বিশ^কাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছে। বাংলাদেশের মেয়েরাও এখন পুরোপুরি প্রস্তুত মাঠে নামার জন্য। দুবাইয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ প্রথমটিতে শ্রীলঙ্কার কাছে ৩৩ রানে হারলেও দ্বিতীয়টিতে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে। এই বিশ^কাপে এবার অতীতের রেকর্ড ভেঙে ফেলার আশা বাংলাদেশের মেয়েদের। জয় দিয়েই শুরু করতে চায় তারা। সেজন্য বেশ ভালোভাবেই প্রস্তুতি সেরেছে তারা।
প্রস্তুতি ম্যাচ শুরুর ২ দিন আগে আরব আমিরাতে আসে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ^কাপ খেলতে আসার আগে প্রস্তুতি হিসেবে ‘এ’ দলের হয়ে জাতীয় দলের ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফর করেছে। সেখানে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে টি২০ সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে। কিন্তু লঙ্কান জাতীয় দলের কাছে বিশ^কাপ প্রস্তুতি ম্যাচে ৩৩ রানে হেরে যায় বাংলাদেশ। সোমবার রাতে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মেয়েরা ২৩ রানে পাক নারীদের হারিয়ে অবশ্য আত্মবিশ^াস ফিরে পেয়েছে।

আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪০ রান করে বাংলাদেশ। কেউ খুব বড় ইনিংস খেলতে পারেননি। স্বর্ণা আক্তার ১৭ বলে ৩ চারে সর্বোচ্চ ২৮ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া সাথী রানী ১৬ বলে ৫ চারে ২৩, নিগার সুলতানা জ্যোতি ২২ বলে ১৮ ও তাজ নেহার ২০ বলে ১৭ রান করেন। 
পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন সাদিয়া ইকবাল। জবাবে ১৮.৪ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান নারী ক্রিকেট দলের ইনিংস। উমাইমা সোহেল ৩৩ বলে ৩ চারে সর্বোচ্চ ৩৩ রান করেন। বাংলাদেশের মারুফা আক্তার, রাবেয়া খান, স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নেন। এবার ৩ অক্টোবর মূল আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। স্কটরা প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারালেও লঙ্কানদের কাছে ৫ উইকেটে হেরেছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের বাকি ৩ প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

×