ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

ভারতের ৯ বিশ্বরেকর্ড

​​​​​​​শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ২২:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ভারতের ৯ বিশ্বরেকর্ড

.

পাঁচদিনের টেস্টের আড়াই দিনই বৃষ্টির পেটে। এরপরও এভাবে প্রাণ ফিরবে, কে ভেবেছিল। সেটা হয়েছে জশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুলদের বিধ্বংসী ব্যাটিংয়ে। বাংলাদেশকে ২৩৩ রানে গুটিয়ে দেয়ার পর উইকেটে ২৮৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। মাত্র ৩৪. ওভারে! জোড়া ছক্কায় খালেদ আহমেদকে স্বাগত জানান রোহিত শর্মা। কে বলবে টেস্ট ম্যাচ? ৫১ বলে ১২ চার ছক্কায় ৭২ রান করেন জয়সওয়াল। রোহিত ১১ বলে চার ছক্কায় ২৩। কোহলি ৩৫ বলে চার ছক্কায় ৪৭। রাহুল ৪৩ বলে চার ছক্কায় ৬৮। টেস্ট ইতিহাসে দলীয় দ্রুত ৫০, ১০০, ২০০ রান আরও কত কী! যেন রেকর্ডের খেলা। 

** ওভারে ৫০ রান : প্রথম ওভারে ওঠে ১২ রান। দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে দুটি ছক্কা মারেন রোহিত। সেই ওভারে ওঠে ১৭ রান। তৃতীয় ওভারে আরও ভয়ংকর দেখায় দুই ব্যাটারকে। ২২ রান তোলেন তাঁরা। ওভারে ৫১ রান করে ভারত। টেস্টের প্রায় দেড়শবছরের ইতিহাসে দলীয় দ্রুত ৫০ রানের রেকর্ড এটি। গত জুলাইয়ে এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওভার বলে ৫০ রান তুলে নিয়েছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার বেন স্টোকস (২৮ বলে ৫৭) বেন ডাকেট (১৬ বলে ২৫) . ওভারে ৮৭ রান তুলে ইংল্যান্ড জিতেছিল ১০ উইকেটে।

** ১০. ওভারে ১০০: রোহিত বিদায় নিলেও থামেনি জয়সওয়ালের ঝড়, তাতে যোগ দেন গিল, কোহলি এবং রাহুল। টেস্টে দলীয় দ্রুততম শতরানের পথে ভারত নিজেরই ভেঙেছে নিজেদের রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজ সফরে ২০২৩ সালে পোর্ট অব স্পেনে ১২. ওভারে দলীয় শতরান স্পর্শ করেছিল ভারত। সেবারও ওপেনার ছিলেন রোহিত জয়সাওয়াল।

** ২৪. ওভারে ২০০ : মাত্র রানের জন্য কোহলি হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেও মিডল অর্ডারে নেমে এই মাইলফলক স্পর্শ করেছেন লোকেশ রাহুল। মাত্র ৩৩ বলে ফিফটি করেন তিনি। তাদের এমন ব্যাটিংয়ে মাত্র ২৪ ওভার বলেই ২০০ রান পেরিয়ে যায় ভারত। যা টেস্ট ক্রিকেট ইতিহাসে কোনো দলের দ্রুততম ২০০ রানের রেকর্ড।

**রোহিতের জোড়া ছক্কা : ইনিংসে নিজের মুখোমুখি প্রথম দুই বলেই ছক্কা মেরেছেন রোহিত। টেস্ট ইতিহাসে এমন ঘটনা নিয়ে চতুর্থবার। তবে রোহিতই একমাত্র ওপেনার, যিনি মুখোমুখি হওয়া প্রথম দুই বলেই ছক্কা মেরেছেন। নিজের মুখোমুখি হওয়া প্রথম দুই বলে পেসারকে ছক্কা মারা প্রথম ব্যাটসম্যানও রোহিত। মাস পর টেস্ট খেলতে নামা খালেদের প্রথম বলটি লং অনের ওপর দিয়ে ওড়ানহিটম্যান’, পরের ছক্কাটি মারেন ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে।

**ওভার প্রতি রান .২২ : আগের রেকর্ডও ভারতেরÑ .৫৪, ২০২৩ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ ওভারেই ১৮১ রান করেছিল ভারত। যে কোনো উইকেটে ৫০ ছাড়ানো জুটিতে রোহিত-জয়সওয়ালই এখন দ্রুততম। উদ্বোধনী জুটিতে দুজন মিলে করেন ২৩ বলে ৫৫ রান; রান রেট ১৪.৩৪! এজবাস্টনে সেই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের স্টোকস-বেন ডাকেট ওপেনিংয়ে ৪৪ বলে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি, রান রেট ছিল ১১.৮৬।

ছাড়া এক পঞ্জিকাবর্ষে ইংল্যান্ডের ৮৯ ছক্কার রেকর্ড (২০২২ সালে) ভেঙে নতুন রেকর্ড গড়েছে ভারত (৯০টি, ২০২৪) আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ২৭ হাজার রানের রেকর্ড গড়েছে কোহলি। টেস্টে ৩০০ উইকেটের ল্যান্ডমার্কে পা-রেখেছেন রবীন্দ্র জাদেজা।

×