ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

এশিয়ান ইয়ুথ আরচারি চ্যাম্পিয়নশিপ

পদক জিতলেন বাংলাদেশের আলিফ

প্রকাশিত: ২০:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২৪

পদক জিতলেন বাংলাদেশের আলিফ

তীরন্দাজ আলিফ মঞ্চে রৌপ্যপদক হাতে

চাইনিজ তাইপেতে ‘এশিয়ান ইয়ুথ আরচ্যারি চ্যাম্পিয়নশিপ’-এ বাংলাদেশের জন্য সাফল্য কুড়িয়ে নিয়েছেন আব্দুর রহমান আলিফ। সোমবার অনুর্ধ-২১ বিভাগের রিকার্ভ এককে রৌপ্যপদক জিতেছেন তিনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে স্বাগতিক চাইনিজ তাইপের হুয়াং লি-চেং-এর কাছে ৬-৫ সেটে হেরে যান। 

পাঁচ সেটে গড়ানো লড়াই শেষ হয়েছিল ২৮-২৭, ২৬-২৭, ২৮-২৮, ২৮-২৯ ও ২৭-২৩ ব্যবধানে; অর্থাৎ ৫-৫ পয়েন্টের সমতায়। পদক নির্ধারণী শটে ১০ স্কোর গড়েন লি, আর  আলিফ স্কোর করেন ৯। ফলে আলিফের সোনা জেতার স্বপ্নভঙ্গ হয়। 

এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পান আলিফ। সেরা ৩২-এ ৬-০ সেটে তাজিকিস্তানের গনিভ আব্দুমালিককে, ৬-৪ সেটে কাজাখস্তানের মাগজানভকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে, ৬-২ সেটে চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনকে হারিয়ে সেমিফাইনালে এবং ৭-১ সেটে ইরানের গোলসানি মোহাম্মদ হোসেইনকে হারিয়ে ফাইনালে ওঠেন। 

এছাড়া অনুর্ধ-২১ ক্যাটাগরিতে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের ১/৮ খেলায় বাংলাদেশ (আব্দুর রহমান আলিফ ও সীমা আক্তার শিমু) কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের কাছে ৫-৪ সেটে, কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের ১/৮ খেলায় বাংলাদেশ (আল শাহারিয়ার রহমান জয় ও পুস্পিতা জামান) সেমিফাইনালে ১৫১-১৫২ স্কোরে চাইনিজ তাইপের কাছে হেরে যায়। 
 

 

রুমেল/এবি

×