ঢাকা, বাংলাদেশ   রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

খেলতে না পেরে হতাশ শান্ত

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:০৬, ২৯ সেপ্টেম্বর ২০২৪

খেলতে না পেরে হতাশ শান্ত

কানপুরে বাংলাদেশ দলের অপেক্ষা। বৃষ্টির বাগড়ায় শনিবার দ্বিতীয় দিনে মাঠে নামা হয়নি টাইগারদের

কানপুর টেস্টে প্রাকৃতিক বৈরিতায় বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন একটা বলও মাঠে গড়ায়নি। প্রথম দিনও হয়েছে মাত্র ৩৫ ওভার। লড়াই শুরুর পর বৃষ্টির কারণে হাত-পা গুটিয়ে বসে থেকে একেবারে হতাশ হয়ে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সময়মতো শনিবার মাঠে এসেছিলেন দলবল নিয়ে। এসেছিলেন রোহিত শর্মারাও।

কিন্তু উভয় দল মাঠ ছেড়েছেন ঘণ্টা দেড়েক থাকার পরই। হোটেলে ফিরে শান্ত গণমাধ্যমের কাছে খেলা না হওয়াতে হতাশা প্রকাশ করেন। এ সময় তিনি দাবি করেন যতটা খেলা হয়েছে তাতে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। খেলা শুরুর পর আরও ভালো জায়গায় যাওয়ার সুযোগ দেখছেন তিনি।
কানপুরে শুক্রবার দুপুরে বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টি থামেনি এবং পুরো মাঠে যে কাভার দিয়ে ঢাকা হয়েছে সেটা ওঠেনি শনিবার পর্যন্ত। সকালে মাঠে আসলেও শেষ পর্যন্ত দেড় ঘণ্টা পরই হোটেলে ফিরে যায় দুই দল। এরপর শান্ত বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে অবশ্যই হতাশাজনক ব্যাপার। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো। আজ (শনিবার) সারাদিনই খেলা হয়নি। খেলোয়াড়দের জন্য এটা হতাশাজনক।

কিন্তু কিছু করারও নেই। তবে খেলা হলে ভালো লাগত।’ প্রথম দিন আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৩৫ ওভারে করেছে ৩ উইকেটে ১০৭ রান। এ বিষয়ে শান্ত বলেছেন, ‘আমার মনে হয় একটা উইকেট আমাদের বেশি পড়েছে, ব্যাটিংয়ে শুরুটাও ভালো হয়েছিল আমাদের। এখনো ভালোই আছে। আমি বলব না যে খুব খারাপ অবস্থানে আছি। আমাদের অনেকগুলো ব্যাটসম্যান আছে। এখান থেকে যদি দুটি বড় জুটি হয়, তাহলে আমরা খুব ভালো অবস্থানে যেতে পারব। এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি, তাহলে আমি বলব আমরা মাঝামাঝি একটা জায়গায় আছি।’

উইকেট ব্যাটিং সহায়ক ছিল। এরপরও ৩ ব্যাটার আউট হয়েছেন। বৃষ্টির কারণে উইকেটে প্রভাব নিয়ে শান্ত বলেছেন, ‘এখানে চ্যালেঞ্জ যেটা বেশি সেটা হলো, অন অ্যান্ড অফ খেলা হচ্ছে। যে কোনো সময় বৃষ্টির একটা বাধা থাকেই। সামনে হয়তো তৃতীয়, চতুর্থ দিন- যেহেতু বৃষ্টি, রোদও পাচ্ছে না সেক্ষেত্রে সামনে খেলাটা এগোলে বোঝা যাবে উইকেট কতটা চ্যালেঞ্জিং হবে।’

×