ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

নারী টি২০ বিশ্বকাপ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামছে বাংলাদেশ

প্রকাশিত: ১১:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামছে বাংলাদেশ

শুক্রবার রাতে দুবাইয়ে অনুশীলন করে বাংলাদেশের মেয়েরা

আগামী ৩ অক্টোবর আরব আমিরাতে মাঠে গড়াবে নারী টি২০ বিশ্বকাপ। ষষ্ঠবারের মতো এই আসরে অংশ নিতে এখন দুবাইয়ে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সন্ধ্যায় আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন বাংলাদেশের মেয়েরা।

নারী টি২০ বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ শুরু হচ্ছে আজ থেকেই। মূল লড়াইয়ের আগে অংশগ্রহনকারী দলগুলো খেলবে প্রস্তুতি ম্যাচ।

আজ সন্ধ্যায় দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডের ১ নম্বর মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। একই ভেন্যুর দুই নম্বর মাঠে সোমবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ নারী দলের। 

বৃহস্পতিবার বিকেলে দুবাই পৌঁছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক অনুশীলন শুরু করে ফ্লাড লাইটের আলোয়।

মূল লড়াইয়ে "বি" গ্রুপে স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে মোকাবেলা বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ৩ অক্টোবর বিশ্বকাপ শুরুর দিনেই বাংলাদেশ মুখোমুখি হবে স্কটিশ মেয়েদের।

২০১৪, ২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২৩ সালের নারী টি২০ বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। সবমিলিয়ে ২১ ম্যাচ খেলে ১৯টিতেই হারে। মাত্র ২ জয় এসেছে ২০১৪ সালের প্রথম আসরে। অর্থাৎ সর্বশেষ ৪ আসরে কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশের মেয়েরা।

মামুন/ এসআর

×