ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১

অপরিবর্তিত ভারত, বাংলাদেশ দলে ২ পরিবর্তন

কানপুরে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ১০:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০২৪

কানপুরে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

মাঠ ভেজা থাকায় কানপুরে ৩০ ঘণ্টা বিলম্বে টস হয়েছে

কানপুরে সকাল থেকে বৃষ্টির কারণে  মাঠ ভেজা থাকায় আধাঘন্টা পর টস হয়েছে। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

ভারত কোনো পরিবর্তন আনেনি একাদশে। দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ  ও নাহিদ রানা পরিবর্তে পেসার সৈয়দ খালেদ আহমেদ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম জায়গা পেয়েছেন। 

চেন্নাই টেস্টে উভয় দল ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে খেলেছে। এবার বাংলাদেশ ৩ স্পিনার ও ২ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। ভারত আগের স্ট্র‍্যাটেজিতেই আছে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),  সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকে রক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক) যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ।

মামুন/ এসআর

×