ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১

হাসান-সাইফউদ্দিন খেলবেন এসএ টি২০ আসর!

প্রকাশিত: ২১:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২৪

হাসান-সাইফউদ্দিন খেলবেন এসএ টি২০ আসর!

দক্ষিণ আফ্রিকার এসএ টি২০ আসরে নাম মোহাম্মদ সাইফউদ্দিন ও হাসান মাহমুদের

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর এসএ টি২০ মাঠে গড়াবে ৯ জানুয়ারি। এবার তৃতীয় আসরের প্লেয়ার্স ড্রাফটে নতুন করে উঠেছে ২০০ ক্রিকেটারের নাম। সেখানে স্থানীয় ১১৫ জনের সঙ্গে আছেন ৮৫ জন বিদেশি। বাংলাদেশ থেকে আছেন শুধু পেসার হাসান মাহমুদ ও পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ চলবে। তাই হাসান-সাইফউদ্দিন খেলতে পারবেন কিনা সংশয় রয়েছে। ১ অক্টোবর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

আগামী ২৭ ডিসেম্বর শুরু হতে পারে বিপিএল টি২০ আসর। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় নতুন করে বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে পরিবর্তন এসেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলেও এসেছে পরিবর্তন। এজন্য কিছুটা পেছাতেও পারে এবারের আসরটি। সে কারণে বাংলাদেশী কোনো ক্রিকেটারের এসএ টি২০ খেলা কঠিন। আগের দুই আসরেও কেউ খেলেননি। 

এবারও প্লেয়ার্স ড্রাফট থেকে শেষ পর্যন্ত হাসান কিংবা সাইফউদ্দিনের দল পাওয়া কঠিন। নিলামে উঠলেও তাদের কোনো ফ্র্যাঞ্চাইজি ডাকবেন সেই সম্ভাবনা ক্ষীণ। বিপিএল শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তার জন্যই হয়তো তারা নাম দিয়েছেন এসএ টি২০-তে।
 
এসএ টি২০ আসরে প্লেয়ার্স ড্রাফটে হাসান ভিত্তি মূল্য ৪ লাখ ২৫ হাজার র‌্যান্ড বা ২৯ লাখ ৪৩ হাজার ৮৮০ টাকার ক্যাটাগোরিতে আছেন। আর সাইফউদ্দিন ভিত্তিমূল্য ১ লাখ ৭৫ হাজার র‌্যান্ড বা ৮ লাখ ৬৫ হাজার ৮৪৭ টাকার ক্যাটাগোরিতে আছেন। ১ অক্টোবর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

 

মামুন/ এসআর

×