ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

ব্রুকের রেকর্ড সেঞ্চুরিতে টিকে থাকল ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৪

ব্রুকের রেকর্ড সেঞ্চুরিতে টিকে থাকল ইংল্যান্ড

সেঞ্চুরি উদযাপন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুকের

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে টানা দুই হারের পর ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। চেস্টার-লি-স্ট্রিটে বৃষ্টিবিঘিœত তৃতীয় ওয়ানডেতে ডি-এল মেথডে ৪৬ রানের জয় পেয়েছে স্বাগতিকরা। স্টিভেন স্মিথ (৮২ বলে ৬০) ওঅ্যালেক্স ক্যারির (৬৫ বলে অপরাজিত ৭৭) জোড়া হাফ সেঞ্চুরির সৌজন্যে ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৪ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর গড়ে অস্ট্রেলিয়া। রান তাড়ায় ইংল্যান্ড ৩৭.৪ ওভারে ৪ উইকেটে ২৫৪ রান তোলার পর বৃষ্টিতে আর খেলা হয়নি।
ডি-এল পদ্ধতিতে তাদের করতে হতো ২০৯ রান। ৯৪ বলে ১৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ১১০ রান করে ম্যাচসেরা হ্যারি ব্রুক অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের হয়ে গড়েছেন সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। ৮২ বলে ৮৪ রান করেছেন উইল জ্যাকস। লর্ডসে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডে শুক্রবার। ক্যারিয়ারের ১৮তম ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েই রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ব্রুক।

জস বাটলারের চোটে দলকে নেতৃত্ব দেওয়া ব্যাটসম্যান এখন ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান অধিনায়ক। প্রতিভাবান ডানহাতি এ ব্যাটার ২৫ বছর ২১৫ দিন বয়সে সেঞ্চুরিটি করলেন। ২৬ বছর ১৯০ দিন বয়সে সেঞ্চুরি করে আগের রেকর্ড গড়েছিলেন অ্যালিস্টার কুক। সাবেক অধিনায়ককে ছড়িয়ে গেলেন ব্রুক। ৫৪ বলে ফিফটি করা ব্রুক পরের পঞ্চাশে ছুটে যান স্রেফ ৩৩ বল খেলেই।

তাকে থামাতেই পারেনি অস্ট্রেলিয়া। লিভিংস্টোন তিন ছক্কায় অপরাজিত থাকেন ২০ বলে ৩৩ করে। দুর্দান্ত ফর্মে থাকা ট্রাভিস হেড এ দিন ছিলেন বিশ্রামে রেখে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ৮২ বলে ৬০ রান করে স্মিথ যখন আউট হন, ৩৫তম ওভারে অস্ট্রেলিয়ার রান তখন ৫ উইকেটে ১৭২।

×