ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

ফিটনেসের গুরুত্ব নিয়ে বিওএর উদ্যোগ

প্রকাশিত: ২০:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২৪

ফিটনেসের গুরুত্ব নিয়ে বিওএর উদ্যোগ

ফিটনেস নিয়ে আয়োজিত সেমিনারে অংশগ্রহণকারীরা।

কমনওয়েলথ গেমস ফেডারেশনের অর্থায়নে আজ বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কর্তৃক সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকায় গেম চেঞ্জার্স গ্রান্ট প্রোগ্রামের আওতায় ফিটনেসের গুরুত্ব সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারটি একটি ভারসাম্যপূর্ণ এবং সফল জীবনযাপনে মানসিক এবং শারীরিক উভয় স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে, শিক্ষার্থীদের একাডেমিক কর্মক্ষমতা এবং ব্যক্তিগত সুস্থতার উপর স্বাস্থ্যের প্রভাবের উপর বিশেষ আলোচনা করা হয়। 

সেমিনারে বক্তব্য রাখেন প্রফেসর ড. শফিকুর রহমান এবং ব্রিগেডিয়ার জেনারেল সামছুল আলম খান, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি, পিইঞ্জি, পিএইচডি (অব)। সেমিনার শেষে অংশগ্রহণকারী ছাত্রদের নিয়ে গঠিত দুটি দলের মধ্যে একটি প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

রুমেল খান/এম হাসান

×