ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বিকাল ৫টায় বিমল করের অন্তেষ্টিক্রিয়া

প্রকাশিত: ১৪:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২৪; আপডেট: ১৫:৪০, ১৯ সেপ্টেম্বর ২০২৪

বিকাল ৫টায় বিমল করের অন্তেষ্টিক্রিয়া

বিমল কর। ফাইল ফটো

স্বাধীন বাংলা ফুটবল দল, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি ও চট্টগ্রাম রেফারিজ ইউনিয়ন এর সদস্য,  মহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া, ওয়ান্ডারাস, ফেনী ও বৃহত্তর নোয়াখালী জেলার সাবেক কৃতি ফুটবলার ও  সিনিয়র রেফারী বীর মুক্তিযোদ্ধা বিমল কর বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৭.৩৫ মিনিটে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। 

আজ ( ১৯ সেপ্টেম্বর) বেলা ২টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মাঠে গার্ড অব অনার শেষে শ্রী শ্রী বরদেশ্বরী মহা-শ্মশানে আনুমানিক বিকাল ৫টায় বিমল করের শবদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

বিমল কর ৯ জুন ১৯৩৭ খ্রিস্টাব্দে ফেনী জেলার পরশুরাম গ্রামে জন্মগ্রহন করেন। পিতা রোহিনী কর ও মাতা হিরনময়ী কর এর ২য় সন্তান ছিলেন তিনি । মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও ছয় জন নাতি নাতনিসহ অসংখ্য বন্ধুবান্ধব রেখে গেছেন।

 এসআর

×