ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

১১ গোলের ম্যাচ! শেষ কবে দেখেছিল ইউরোপ

প্রকাশিত: ১৩:০৩, ১৮ সেপ্টেম্বর ২০২৪

১১ গোলের ম্যাচ! শেষ কবে দেখেছিল ইউরোপ

প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টিতে হ্যাটট্রিক করার রেকর্ড এখন হ্যারি কেনের।

শুরু হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম। ২০২৪-২৫ মৌসুমের প্রথম দিনে মঙ্গলবার জয় নিয়েই মাঠ ছেড়েছে ফেভারিট সব দলগুলো। তবে এদিন বাড়তি নজর কেড়েছে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় জার্মান জায়ান্টরা যে ৯-২ গোলে পরাজিত করেছে ডায়নামো জাগরেবকে! হ্যাঁ, ঠিকই দেখেছে; স্কোরলাইনটা এমনই! 

বায়ার্নের সৌজন্যে ১১ গোলের রোমাঞ্চকর এক ম্যাচ দেখেছে ইউরোপসেরার এই টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স লিগের সুদীর্ঘ ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়ের রেকর্ড। প্রথম দল হিসেবে বায়ার্ন মিউনিখই প্রতিপক্ষের জালে ৯বার বল জড়াতে সক্ষম হয়েছে। এর আগে ১৯৯০-৯১ মৌসুমে ইউরোপিয়ান কাপে ৯ গোল করার রেকর্ড গড়েছিল রিয়াল মাদ্রিদ। সেই টুর্নামেন্টে লস ব্ল্যাঙ্কোসরা ৯-১ গোলে হারিয়েছিল ইন্সব্রাককে।
 
তবে চ্যাম্পিয়ন্স লিগে ৯ গোল করার রেকর্ড কেবল বায়ার্ন মিউনিখেরই। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ৮-০ গোলে জয়ের রেকর্ড রয়েছে। দুটিই রিয়াল মাদ্রিদ আর লিভারপুলের দখলে। ২০০৭ সালে ইংলিশ জায়ান্ট লিভারপুল প্রথম দল হিসেবে ৮-০ গোলে হারিয়েছিল বেসিকটাসকে। আর ২০১৫ সালে রিয়াল মাদ্রিদও একই ব্যবধানে অর্থাৎ ৮-০ গোলে বিধ্বস্ত করেছিল মালমোকে। 

সবচেয়ে বেশি গোলের রেকর্ডে অবশ্য বায়ার্ন বনাম ডায়নামোর ম্যাচটি তালিকার দুইয়ে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডে প্রথম স্থানে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড-লেজিয়া ওয়ারশ’র ম্যাচটি। ২০১৬ সালে জার্মান ক্লাব ডর্টমুন্ড ৮-৪ ব্যবধানে হারিয়েছিল লেজিয়া ওয়ারশকে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবমিলিয়ে যা সর্বোচ্চ গোলের রেকর্ডের ম্যাচ।

বায়ার্ন মিউনিখের এমন রেকর্ডের ম্যাচে নায়ক হ্যারি কেন। ৯ গোলের চারটিই যে করেছেন এই ইংলিশ স্ট্রাইকার। যার তিনটিই আবার পেনাল্টিতে! চ্যাম্পিয়ন্স লিগ অথবা ইউরোপিয়ান কাপে ৪৫ ম্যাচে এখন তার গোলসংখ্যা ৩৩টি। ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ গোলের মাইলফলক। এদিন তিনি ছাড়িয়ে গেছেন তারই স্বদেশী কিংবদন্তি ওয়েন রুনির ৩০ গোলের রেকর্ডকে। তবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চার গোলের রেকর্ড কেবল হ্যারি কেনেরই। বায়ার্নের জার্সিতে ৫০তম ম্যাচে তার গোলসংখ্যা এখন ৫৩। হ্যারি কেন যেভাবে ছুটে চলছেন। কোথায় গিয়ে থামেন সেটাই এখন ভক্ত-অনুরাগীদের দেখার অপেক্ষা।

মোস্তফা/এম হাসান

×