বাংলাদেশের বোলাররা জেতাতে পারেননি, শ্রীলঙ্কার মেয়েরা জিতেছে ব্যাটিং সাফল্যে
আগামী মাসেই আরব আমিরাতে অনুষ্ঠিত হবে নারী টি২০ বিশ্বকাপ। তাই ভালো প্রস্তুতি নিতে শ্রীলঙ্কা সফরে জাতীয় নারী দলের ক্রিকেটারদের দিয়ে বাংলাদেশ ‘এ’ দল গঠন করা হয়। তারা ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জেতার পর টানা ৩ টি২০ ম্যাচও জিতে যায়। তবে সব ম্যাচেই ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। শেষ পর্যন্ত মঙ্গলবার সিরিজের চতুর্থ টি২০ ম্যাচে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের কাছে ১৯ রানে হেরেছে ‘এ’ দলের মোড়কে গড়া বাংলাদেশ নারী জাতীয় দল।
অবশ্য কলম্বোর মঙ্গলবার জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারই খেলেননি চতুর্থ টি২০-তে। টানা ৩ জয়ে সিরিজ নিশ্চিত হতেই বেঞ্চ পরীক্ষা করেছে বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দল। টস জিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের মেয়েরা। মাত্র ৪০ রানেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। কিন্তু এরপরও ২০ ওভারে ৫ উইকেটে ১২৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় তারা।
মিডলঅর্ডারে সত্য সন্দিপনী ৩৩ বলে ৩ চার, ১ ছক্কায় ৪৬ ও মালশা শিহানি ১৪ বলে ৩ চারে ২১ রানে অপরাজিত থাকলে শুরুর বিপর্যয় এড়িয়ে বড় স্কোর পায় লঙ্কান মেয়েরা। এছাড়া পিউমি ভাতসালা ২৯ বলে ৪ বাউন্ডারিতে ২৯ রান করেন। বাংলাদেশের পক্ষে পেসার মারূফা আক্তার ও স্পিনার ফাহিমা খাতুন ২টি করে উইকেট নেন।
আগের ম্যাচগুলোয় ব্যাটারদের ব্যর্থতা ভোগালেও বোলারদের দুর্দান্ত পারফর্ম্যান্স সেটিকে আড়াল করেছে। কারণ বাংলাদেশ নারী ‘এ’ দল জিতেছে। এবার বোলাররা শুরুতে সাফল্য পেলেও পরে তা ধরে রাখতে পারেননি। এজন্য ব্যাটারদের পরীক্ষায় পড়তে হয়েছে। সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছেন বাংলাদেশী ব্যাটাররা।
১২৫ রানের বড় লক্ষ্য ছুঁতে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ নারী ‘এ’ দল। নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। ওপেনার শামীমা সুলতানা ৪১ বলে ২ চার, ১ ছয়ে ৩৮ ও স্বর্ণা আক্তার ১৯ বলে ৩ চার, ১ ছয়ে ২৮ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নেন চেতনা বিমুক্তি, নিমেশা মাদুশানি, থারুকা শিহানি ও দেবমি ভিতঙ্গা।
হারলেও ৫ ম্যাচের এই সিরিজে এখন ৩-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ নারী ‘এ’ দল। আর ম্যাচ বাকি আছে একটি।
মামুন/শহিদ