ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

জার্মানির ওয়ালথার রাইফেল ঢাকায়

প্রকাশিত: ২০:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২৪

জার্মানির ওয়ালথার রাইফেল ঢাকায়

জার্মানি থেকে এসেছে শুটিংয়ের জন্য রাইফেল

শুটারদের উন্নতমানের প্রশিক্ষণের জন্য জার্মানির ওয়ালথার কোম্পানির উন্নত প্রযুক্তির (ওয়ালথার এলজি-৫০০ আইটেক) ৩৫টি পয়েন্ট ১৭৭ ম্যাচ রাইফেল এখন ঢাকায়। 

শুটিং স্পোর্ট ফেডারেশনের সাবেক সভাপতি লে. জেনারেল (অব.) আতাউল হাকিম সারওয়ার হাসান ও মহাসচিব ইন্তেখাবুল হামিদের সহায়তায় গত রবিবার রাতে ঢাকায় এসে পৌঁছে রাইফেলগুলো। ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিব লে. কর্নেল (অব) আলী সোহেল গ্রহণ করেন। এই রাইফেলের মাধ্যমে দেশের শুটাররা আরও ভাল ফল অর্জন করতে পারবে। 

জার্মানির ওয়ালথার রাইফেলই ফেডারেশনের দ্বিতীয় বৃহত্তর চালান। এর আগে ২০২২ সালে শুটারদের জন্য ৫০টি এয়ার রাইফেলের একটি চালান দেশে আসে। জানা গেছে, এবারের ওয়ালথার রাইফেল জার্মানি থেকে আমদানীতে জাতীয় রাজস্ব বোর্ড থেকে কাস্টমস ভ্যাট ট্যাক্স মওকুফ পায়নি। তবে মহাসচিব ইন্তেখাবুল হামিদের ব্যক্তিগত সম্পর্কের কারণে অফিসিয়াল মূল্য থেকে ওয়ালথার কোম্পানি ১৫ ভাগ মূল্য কমিয়ে রেখেছে।
 

 

রুমেল/শহিদ

×