ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

চীন থেকে উন্নত প্রশিক্ষণ নিল ১২ টেবিল টেনিস খেলোয়াড়

প্রকাশিত: ২০:২৮, ১৭ সেপ্টেম্বর ২০২৪

চীন থেকে উন্নত প্রশিক্ষণ নিল ১২ টেবিল টেনিস খেলোয়াড়

চীন থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছে ১২ টিটি খেলোয়াড়

চীন ও বাংলাদেশ সরকারের মধ্যকার অ্যাডভান্স ট্রেনিং এর আওতায় বিকেএসপির টেবিল টেনিস বিভাগের ১৩ সদস্যের একটি প্রশিক্ষণ দল ৪০ দিনের প্রশিক্ষণ শেষে গত ১৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠানে প্রত্যাবর্তন করে। 

প্রশিক্ষণ দলে বিকেএসপির ৬ ছেলে (জয় ইসলাম, নাফিজ ইসলাম, আবুল হাসেম হাসিব, তাহমিদুর রহমান, মনিরুল ইসলাম ও মাহাতাবুর রহমান ) ও ৬ মেয়ে (মুসরাত জান্নাত সিগমা, আসমা খাতুন, নুসরাত জাহান অনন্যা, হাবিবা খাতুন, খৈ খৈ সাই মারমা ও রেশমী) অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন বিকেএসপির ইসরাত জাহান নাহিমা। 

প্রশিক্ষণ ক্যাম্পটি গত ২৮ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চীনের হুনান প্রদেশের ভোকেশনাল কলেজে অনুষ্ঠিত হয়। চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট করপোরেশন এজেন্সি চীনের উন্নত প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করে।

মঙ্গলবার বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম প্রত্যাবর্তনকারী টেবিল টেনিস দলটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 
 

 

রুমেল/শহিদ

×