ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বাংলাদেশকে যেভাবে জবাব দিতে চান রোহিত

প্রকাশিত: ২০:২২, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশকে যেভাবে জবাব দিতে চান রোহিত

কোচ গৌতম গাম্ভীরের সঙ্গে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা

কিছুদিন আগেই পাকিস্তান সফরে গিয়ে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখান থেকেই দলটির আত্মবিশ্বাস বেড়েছে এবং ক্রিকেট বিশ্লেষকদের নজর কেড়েছে নাজমুল হোসেন শান্তর দল। তাই ভারত সফরে আসা দলটির ব্যাপারে এবার রোহিত শর্মাদের সতর্ক করেছেন ক্রিকেট বিশ্লেষকরা। বাংলাদেশ দলও আত্মপ্রত্যয়ী হয়ে প্রথমবার জেতার আশা করছে। তবে এসবে কর্ণপাত না করে জবাবটা মাঠের পারফর্ম্যান্সেই দিতে চান রোহিত শর্মা।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবার বাংলাদেশের বিপক্ষে ২ টেস্টের সিরিজ। ভারত এই মুহুর্তে আইসিসি র‌্যাঙ্কিংয়ের ২ নম্বরে আছে। বাংলাদেশ ৯ নম্বরে। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য প্রতিটি ম্যাচের গুরুত্ব অপরিসীম। তাই সব ম্যাচ জিততে চান রোহিত। 

মঙ্গলবার চেন্নাইয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছেন,‘‘এই সিরিজের পর আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট এবং তারপর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ; কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পৌঁছানোর জন্য আমাদের সব ম্যাচেই জিততে হবে।’’

এর আগে ভারতের বিপক্ষে ১৩ টেস্ট খেলে ১১টিতেই হেরেছে বাংলাদেশ। দুটি মাত্র ড্র করতে পেরেছে বৃষ্টির আশীর্বাদে। কিন্তু এবার ভারতের মাটিতেই জয়ের প্রত্যয় বাংলাদেশী ক্রিকেটারদের কণ্ঠে। এ বিষয়ে রোহিত বলেছেন,‘‘সবাই ভারতকে হারাতে চায়। ভারতকে হারিয়ে সবাই মজা পায়। ঠিক আছে, বাংলাদেশকে কথা বলতে দিন। ওদের মজা নিতে দিন। ইংল্যান্ডও তো আমাদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অনেক কথা বলেছিল। কিন্তু আমাদের কাজ মাঠের পারফরম্যান্স দিয়ে জবাব দেওয়া।’’

এ সময় তিনি ভারত সফরে এসে ইংল্যান্ড দলের পরাজিত হয়ে যাওয়ার ঘটনার স্মৃতি রোমন্থন করেন। রোহিত শর্মা বলেন,‘‘যখন ইংল্যান্ড এসেছিল, সংবাদ সম্মেলনে অনেক কথা হচ্ছিল। কিন্তু আমরা কথা শুনে মনোযোগ হারাইনি, নিজেদের খেলায় মনোযোগ দিয়েছিলাম। এবারও আমাদের একই লক্ষ্য—ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতা।’’

অবশ্য বাংলাদেশ দলকে তাই বলে ছোটো করে দেখছেন না রোহিত শর্মা। তিনি বলেছেন,‘‘বাংলাদেশ দল খুব ভালো খেলছে, তাদের প্রতিপক্ষ হিসেবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়া।’’

 

মামুন/শহিদ/

×