ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০২৪

হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের

কলম্বোয় রবিবার বাংলাদেশের মেয়েদের সাফল্যের উচ্ছ্বাস

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দল ওয়ানডে সিরিজের পর টি২০ সিরিজও জিতেছে। টানা ৩ জয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ৫ ম্যাচের টি২০ সিরিজ আগেভাগে নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। রবিবার সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে লো-স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কা নারী ‘এ’ ক্রিকেট দলকে  ১০ রানে পরাজিত করে সফরকারীরা। 
কলম্বোর পি. সারা ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করলেও মিডলঅর্ডারের ব্যর্থতায় বেশিদূর যেতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ২৮ রানের ওপেনিং জুটি হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৭ রান তুলতে পেরেছে তারা।

ওপেনার সাথী রানী ২১ বলে ৪ বাউন্ডারিতে সর্বোচ্চ ২৬ এবং রিতু মনি ৩৩ বলে ২ চারে ২৫ রানে অপরাজিত থাকেন। মালশা শিহানি ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেন। জবাবে বাংলাদেশী বোলারদের দাপটে শ্রীলঙ্কা নারী ‘এ’ দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮৭ রান করতে পেরেছে। নিলাক্ষণা সন্দামিনী ৩৭ বলে সর্বোচ্চ ২২ এবং কৌশিনী নুত্যাঙ্গ ২২ বলে ১ চার, ১ ছক্কায় ২১ রান করেন। মারূফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান ২টি করে উইকেট নেন।

×