ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

দাবা অলিম্পিয়াডে জয়ের ধারায় ফিরলো বাংলাদেশ

প্রকাশিত: ২০:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪

দাবা অলিম্পিয়াডে জয়ের ধারায় ফিরলো বাংলাদেশ

বাংলাদেশ দাবা দল খেলায় মগ্ন

হাঙ্গেরির বুদাপেস্টে চলমান ফিদে দাবা অলিম্পয়াডের তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের উভয় দল জিতেছে। ওপেন বিভাগে বাংলাদেশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে সাইপ্রাসকে এবং নারী বিভাগে ৩.৫-০.৫ গেম পয়েন্টে বার্বাডোজকে হারায়।

আগের রাউন্ডে হেরেছিল বাংলাদেশ। ওপেন বিভাগে এবার তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে সাইপ্রাসের ফিদেমাস্টার মিচেইডেহ কন্সটেনটিনোস, ক্যান্ডিডেট মাস্টার মাস্টার সাভভা পানিকোস ও কেফালাস লোউকাসকে হারানে। ফিদেমাস্টার মনন রেজা নীড় ইসাকিডিস লোউকাসের সঙ্গে ড্র করেন।

নারী বিভাগে ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ও আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ যথাক্রমে বার্বাডোজের ক্যান্ডিডেট মাস্টার উইলসন হান্না, ক্যান্ডিডেট মাস্টার রেইফার-বেল্লি চেনোন ও স্পিনার লেসহাইয়ের বিপক্ষে জয়ী হন। ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ক্যান্ডিডেট মাস্টার ব্ল্যাকমেন কাট্টিনার সঙ্গে ড্র করেন। বাংলাদেশের উভয় দল তিন খেলায় চার পয়েন্ট করে অর্জন করেছে।
 

 

রুমেল //শহিদ

×