ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

হাথুরুসিংহে ফিরছেন আজ রাতেই

চেন্নাই যাচ্ছে বাংলাদেশ দল

প্রকাশিত: ২০:৩৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪; আপডেট: ২০:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২৪

চেন্নাই যাচ্ছে বাংলাদেশ দল

পাকিস্তান সফরে টেস্ট সিরিজ জেতা দলের এবার মিশন ভারতে।

২০১৯ সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই টেস্টের সিরিজে বড় হার দেখে। তবে ১ ম্যাচ জিতে ২-১ ব্যবধানে ৩ ম্যাচের টি২০ সিরিজ হারে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতে খেলতে গেলেও দীর্ঘ ৫ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সেখানে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল রবিবার দুপুর ১টা ৫ মিনিটে ভারতের চেন্নাইগামী বিমানে উঠবেন ক্রিকেটাররা।

এই সফরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২ ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তান সফরে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ শেষ করে ফেরার পর অবশ্য খুব বেশি অনুশীলনের সুযোগ পাননি ক্রিকেটাররা। তবে ক্রিকেটের মধ্যেই থাকার কারণে ভারতের বিপক্ষেও দুর্দান্ত কিছু করার প্রত্যয় জানিয়েছেন ক্রিকেটাররা। 

দলের সঙ্গে থাকবেন প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহেও। তিনি ছুটি কাটিয়ে শনিবার রাত সাড়ে ১০টায় অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফিরেছেন। আজই আবার দলের সঙ্গে যাচ্ছেন তিনি ভারতে। পাকিস্তান থেকে দলের সঙ্গে ফেরার পরই প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে পরদিন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া চলে যান। 

আজ সরাসরি চেন্নাইয়ে যাবেন নাজমুল হোসেন শান্তরা। সেখানেই সিরিজের প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে। আগামীকাল পৌঁছে সোমবার, মঙ্গলবার ও বুধবার সেখানে অনুশীলন করেই প্রথম টেস্টে নামতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল। 
 
সর্বশেষবার ২০১৯ সালে ভারত সফরে গিয়ে ২ টেস্ট ও ৩ টি২০ ম্যাচের সিরিজ খেলে বাংলাদেশ দল। সেবার কলকাতায় দিবারাত্রির টেস্ট খেলে প্রথমবারের মতো দুই দল। ইন্দোরে খেলে দ্বিতীয় টেস্ট। উভয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তবে এবার দারুণ কিছু করতে আত্মবিম্বাসী নাজমুল হোসেন শান্তরা। 

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গেছে বাংলাদেশ দল। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দুটি ম্যাচও খেলেছে। তবে এবারই প্রথম টেস্ট খেলবে এই ভেন্যুতে। সাধারণত চেন্নাইয়ে থাকে স্পিন সহায়ক উইকেট। কিন্তু এবার লাল মাটির উইকেট এবং ঘাসের উপস্থিতি থাকছে। তার মানে পেসারদের জন্য সুবিধা থাকবে এমন উইকেট প্রস্তুত করা হচ্ছে। পিচ লাল মাটির হওয়াতে একইসঙ্গে স্পিনাররাও বাড়তি বাউন্সের জন্য সুবিধা আদায় করে নিতে পারবেন। 

ভারতের বিপক্ষে ২০১৯ সালের সর্বশেষ সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচেই ভারতের পেসারদের কাছে নাজেহাল হন বাংলাদেশের ব্যাটাররা। ভারতীয় পেসাররা দুই টেস্টে বাংলাদেশের ৪০টি উইকেটের ৩৫টাই শিকার করেছিলেন। এবার অবশ্য পেস এবং স্পিন উভয় ক্ষেত্রেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা ফর্মে আছেন। তবে ব্যাটারদের জন্য নিশ্চিতভাবেই চ্যালেঞ্জ থাকবে এই সফরে।

সিরিজের দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে। সেখানে অখিল ভারত হিন্দু মহাসভার হামলার হুমকি রয়েছে। তাই নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহর সঙ্গে কথা বলেছেন। সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন জয় শাহ।

 

মামুন/এম হাসান

×