ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বাফুফের নির্বাচন

অবশেষে পিছু হটলেন সালাউদ্দিন!

প্রকাশিত: ১৫:৫৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪

অবশেষে পিছু হটলেন সালাউদ্দিন!

কাজী মো. সালাউদ্দিন

ফিফার আইন তার পক্ষে থাকায় জোর গলায় ঘোষণা দিয়েছিলেন তিনি পদত্যাগ করবেন না, বরং বাফুফের নির্বাচনে আবারও অংশ নেবেন। এও বলেছিলেন, নির্বাচন করাটা তার অধিকার এবং পারলে নির্বাচনে কেউ তাকে হারিয়ে দেখাক। 

তার এমন দৃঢ়প্রত্যয়ে ফুটবলপ্রেমীরা ধরেই নিয়েছিলেন কাজী মো. সালাউদ্দিন আসন্ন অক্টোবরে বহুল আলোচিত বাফুফের নির্বাচনে সভাপতি পদে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

কিন্তু আজ শনিবার পাল্টে গেছে সব দৃশ্যপট। সবাইকে অবাক করে দিয়ে বাফুফে ভবনে ক্রীড়া সাংবাদিকদের ডেকে টানা চার মেয়াদে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করা সালাউদ্দিন ঘোষণা দিয়েছেন নির্বাচন করবেন না তিনি! এবং সেটা পারিবারিক কারণে। তবে ফুটবলপ্রেমীরা মনে করছেন কারণটা ভিন্ন।

 

রুমেল খান/এসআর

×