ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

সেই রিক্সাচালকের পরিবারের হাতে সিরিজ সেরার অর্থ তুলে দিলেন টাইগার অলরাউন্ডার

মিরাজের মহানুভবতা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০২৪

মিরাজের মহানুভবতা

নিহত রিক্সাচালকের পরিবারের হাতে টাকা তুলে দিয়েছেন মিরাজের বাবা-মা

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের নতুন ইতিহাস রচনা করে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক এই সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। দেশের বাইরে প্রথমবার সিরিজসেরা হওয়ার পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত একজন রিক্সাচালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। বৃহস্পতিবার সেই ঘোষণার বাস্তবায়ন করলেন মিরাজ। 
এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন মেহেদি হাসান মিরাজ। সেই পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার চোখে পড়েছিল। ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিক্সাচালক ভাইয়ের সন্তানের কান্নাজড়িত কণ্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে।’
এসময় মিরাজ আরও লিখেছেন, ‘সে ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সঙ্কল্প করেছিলাম। কথা দিয়েছিলাম পাকিস্তান সিরিজের ‘ম্যান অব দ্যা সিরিজ’ এর পুরস্কারের অর্থ তুলে দেব তাদের হাতে। অবশেষে পূরণ হলো সেই লক্ষ্য। গত বুধবার এই অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি তাদের হাতে। জানি, হারানো জীবনের তুলনায় এই অর্থ কিছুই নয়। আমার এই সামান্য অর্থে তাদের জীবনকে কিছুটা সহজ করাটাই আমার সার্থকতা।’
২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয়ের কীর্তিও গড়ে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ইতিহাস গড়া দুই জয়েই ছিল মেহেদি হাসান মিরাজের অবদান। প্রথম ম্যাচে মিরাজের দুর্দান্ত কীর্তি মুশফিকের রহিমের ১৯১ রানের ম্যারাথন ইনিংসের কাছে ঢাকা পড়লেও দ্বিতীয় ম্যাচে ২৬ রানে ৬ উইকেট হারানো দলকে তিনিই দেখিয়েছিলেন পথ। যে কারণে স্বাভাবিকভাবেই সিরিজসেরার পুরস্কারটা জেতেন মিরাজ।

×