ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

জেলা ক্রীড়া সংস্থা নিয়ে তীব্র সমালোচনা আমিনুলের

প্রকাশিত: ২১:৫৭, ১১ সেপ্টেম্বর ২০২৪

জেলা ক্রীড়া সংস্থা নিয়ে তীব্র সমালোচনা আমিনুলের

সভায় বক্তব্য রাখছেন আমিনুল হক

আওয়ামী সরকার পতনের পর থেকে দেশের ক্রীড়াঙ্গনে চলছে বদলের হাওয়া। পুরো ক্রীড়াঙ্গনের সব জায়গায় আওয়ামী প্রেতাত্মা বসে আছে বলে জানিয়েছেন সাফজয়ী সাবেক তারকা ও জাতীয় ফুটবলার আমিনুল হক।

ডিএফএর (জেলা ক্রীড়া সংস্থা) সদস্যদের নিয়ে এক সভা আয়োজিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন আমিনুল এবং বিভিন্ন ডিএফএ’র সদস্যরা। আমিনুল বলেন, ‘ডিএএফএ’র বিভিন্ন স্থানে এখনো আওয়ামী প্রেতাত্মা বসে আছে। তাদের সুযোগ দেওয়া যাবে না। তাদের অপসারণ করে এমন লোকদের  সুযোগ দিতে হবে যারা কোনো দলের না। যারা মাঠের ফুটবলের সঙ্গে যুক্ত। যারা ফুটবলের উন্নয়নের জন্য কাজ করছেন তারাই যেন সুযোগ পায়। তাতে করেই ফুটবলের উন্নয়ন করা সম্ভব হবে। এছাড়া ফুটবলের উন্নয়ন সম্ভব নয়।’

জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রে বাফুফে সভাপতি দুজন সাধারণ পরিষদে সদস্য মনোনয়নের এখতিয়ার আছে। ডিএফএ’র গঠনতন্ত্রে রয়েছে সরকারের কোনো পদে আছেন এমন কেউ জেলা পর্যায়ে নির্বাচন করতে পারবে না। অথচ বাফুফের নির্বাহী কমিটিতে আবার ঠিকই সরকারি পদে থাকা ব্যক্তিরা নির্বাচন করছেন। এবার ডিএফএ থেকে অরাজনৈতিক ব্যক্তিত্বকেই প্রাধান্য দেওয়ার বিষয়ে বলেছেন আমিনুল।

 

রুমেল//শহিদ

×