ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল

দেশপ্রেম আর দোয়া চাইলেই জেতা যায় না!

প্রকাশিত: ২০:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২৪

দেশপ্রেম আর দোয়া চাইলেই জেতা যায় না!

যে লক্ষ্য নিয়ে ফুটবল দল ভুটান গিয়েছিল, তা পুরোপুরি অর্জিত হয়নি

‘শুধু দেশপ্রেম থাকলেই আর দেশবাসীর কাছে দোয়া চাইলেই হবে না, জেতার জন্য ভাল খেলতে জানতে হবে।’ ফেসবুকে এক ফুটবলপ্রেমী এমনই এক ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস দিয়েছেন। বলাই বাহুল, পাঠকরা নিশ্চয়ই বুঝে ফেলেছেন এই স্ট্যাটাসটা দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিয়ে, যারা আজ সোমবার বিমানযোগে ঢাকায় সকালে ফিরে এসেছেন। র‌্যাংকিংয়ের উন্নতি ও সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে লাল-সবুজ বাহিনী ভুটানে গিয়েছিল দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে। একটি ম্যাচে তারা জিতেছে ও অন্য ম্যাচে হেরেছে। ফলে সিরিজ ড্র হয়েছে ১-১ ব্যবধানে। 

জেতা ম্যাচেও বাংলাদেশ যে খুব একটা ভালো খেলেছে, এমনটা বলা যাবে না। বরং প্রতিপক্ষ ভুটানই শ্রেয়তর নৈপুণ্য প্রদর্শন করেছিল। বাংলাদেশ মূলত জিতেছিল শেখ মোরসালিনের ‘লাকি’ গোলে! কিন্তু দ্বিতীয় ও শেষ ম্যাচে সেই ‘লাক’টা আর ফেভার করেনি তাদের ক্ষেত্রে। বরং ম্যাচের প্রায় শেষদিকে গিয়ে ডিফেন্সের ভুলে গোল হজম করে হারের তেতো স্বাদ পায়।

বেশ কয়েক বছর আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশেষ একটি রোগ ছিল। সেটা হলো খেলার শেষদিকে গোল হজম করে হেরে যাওয়া। তবে গত ৩-৪ বছর ধরে সেই রোগের বেশ ভালই উপশম ঘটেছিল। কিন্তু রবিবার দ্বিতীয় ম্যাচে সেই পুরনো রোগ আবার মাথাচাড়া দিয়ে ওঠে! এই ম্যাচে চোটের কারণে বাংলাদেশের রাকিব হোসেন এবং বিশ্বনাথ ঘোষ খেলেননি। নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়াকেও প্রথম একাদশে রাখা হয়নি প্রথম ম্যাচের মতো। দুটি ম্যাচেই বাংলাদেশ খেলেছে ছন্নছাড়া ও অপরিকল্পিত ফুটবল।

এই জয়ের ফলে ভুটান বাংলাদেশের বিরুদ্ধে দীর্ঘ আট বছর পর আবারও জয়ের স্বাদ পেয়েছে। ২০১৬ সালে একই ভেন্যুতে তারা বাংলাদেশকে হারিয়েছিল ৩-১ গোলে। ১৬ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১২ ম্যাচে, ভুটানের জয় ২ ম্যাচে, ড্র হয়েছে ২ ম্যাচে।
  
বাংলাদেশ কোচ জাভিয়ের ক্যাবরেরা তার দল সম্পর্কে বলেন, ‘আমরা ভুটানের ভালো কন্ডিশনে প্রস্তুতি নিতে পেরেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার মতো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে খেলাও দলের জন্য ভালো। আমার মনে হয়, সবসময় খেলার মধ্যে থাকা দলের জন্য ভালো এবং আমাদের একই লক্ষ্য থাকে সব উইন্ডোতে। আমাদের খেলায় আরেকটু উন্নতি করতে হবে।’

শেষ মিনিটে গোল খাওয়া নিয়ে ক্যাবরেরার ভাষ্য, ‘রক্ষণে আমাদের ভুল হয়েছে। বল ড্রপ এলাও এবং পরেই গোল হওয়া। দুই ক্ষেত্রেই ভুল আছে। যে গোলটি খেলাম, সেটা হয়তো আমরা আটকাতে পারতাম, কিন্তু পারিনি। ঠিক আছে, ফুটবলে এমন কিছু হতেই পারে। হার মেনে নিতে হয়।’
 

 

 রুমেল  / শহিদ

×