ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

জয় ছাড়া কিছুই ভাবছেন না জামাল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:১৬, ৭ সেপ্টেম্বর ২০২৪

জয় ছাড়া কিছুই ভাবছেন না জামাল

ভুটানে অনুশীলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি বাফুফে

প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ১-০ গোলে হারালেও দর্শকদের মন ভরাতে পারেনি সফরকারী বাংলাদেশ। তবে ওই জয়ে ফিফা রাঙ্কিংয়ে দুইধাপ এগিয়েছে লাল-সবুজের দেশ। মন মাতানো ফুটবল খেলতে না পারলেও দিনশেষে জয়টাই আসল। যে কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না অধিনায়ক জামাল ভূঁইয়া, তপু বর্মণ, শেখ মোরসালিনরা। শেষ ম্যাচে ড্র করলেও সিরিজ জিতবে বাংলাদেশ। এ লক্ষ্যে ভুটানের মুখোমুখি হচ্ছে অতিথি বাংলাদেশ। 

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায়। 

এ ম্যাচে মিডফিল্ডার রাকিব হোসেনকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে গেছেন তিনি। তবে রাকিবের চোট গুরুতর নয় বলে জানা গেছে। এই সফরে বাংলাদেশের মূল লক্ষ্য দুই ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট বাড়িয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করা। এটি করতে পারলে আগামী মার্চে এশিয়া কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে তিন নম্বর প্লটে থাকা যাবে। প্রথম ম্যাচের জয়ে লক্ষ্য অর্ধেক পূরণ হয়েছে জানিয়ে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া বলেছেন, বাকিটা সারতে পারলেই খুশি হবেন তিনি।

শনিবার সন্ধ্যায় (৭ সেপ্টেম্বর) অনুশীলন শেষে জামাল বলেন, ‌‘ইনশাল্লাহ আমরা ৩ পয়েন্ট পাব। ভুটান প্রথম ম্যাচে অনেক ভালো করেছে। তিন-চার জন খেলোয়াড় ওদের ছিল না, তবে মাঠে যারা খেলেছে, তারা অনেক ভালো পারফর্ম করেছে। ওরা খুব প্রেসার দিয়েছে দলের জন্য। আমরা যদি ক্লিনশিট ধরে রাখতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‌‌‌ ইতোমধ্যেই আমরা বলেছি, ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, ৫০ শতাংশ এখনও বাকি আছে। প্রথম ম্যাচ জিতেছি, আমরা আরও ৩ পয়েন্ট চাই। এটা পেলে আমরা সবাই খুশি থাকব।’

জয়/এম হাসান

×