ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

চলে গেলেন হকির ‘ওস্তাদ’ ফজলু

প্রকাশিত: ২০:২৬, ৪ সেপ্টেম্বর ২০২৪

চলে গেলেন হকির ‘ওস্তাদ’ ফজলু

বহু হকি খেলোয়াড় তৈরির কারিগর ‘ওস্তাদ’ ফজলু (বা থেকে চতুর্থ) আর নেই

হকির ‘ওস্তাদ’ ফজলু আর নেই।  বুধবার সকালে নিজের বাসার বাথরুমে হঠাৎই পরে গেলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আরমানিটোলায় ফজলু ওস্তাদের প্রতিবেশী হকি আম্পায়ার শাহবাজ আহমেদ বলেছেন, ‘খুব সম্ভবত স্ট্রোক করেছিলেন। এর আগেও একবার স্ট্রোক হয়ে গেছে ওনার। এবার আর ফেরানো যায়নি।’

মাত্র ৫৭ বছর বয়স হয়েছিল ফজলুল ইসলামের। হকির কোচ হিসেবে ছেলে-বুড়ো সবার কাছেই প্রিয় হয়ে উঠেছিলেন ‘ওস্তাদ’ ফজলু নামে। যে আরমানিটোলাকে বলা হয় পুরান ঢাকার হকির আঁতুরঘর, সেখানে যাঁর হাত ধরে কিশোর-তরুণরা এই খেলাটায় উঠে এসে প্রজন্মের পর প্রজন্ম, তিনিই ওস্তাদ ফজলু।

সেই রফিকুল ইসলাম কামাল থেকে শুরু করে রাসেল মাহমুদ জিমি এবং এই সময়েরও পুরান ঢাকার সব কিশোরের হকিতে হাতে খড়ি তাঁর কাছে। ‘ফজলু ওস্তাদের মুখের বুলি, চলো সবাই হকি খেলি।’- আরমানিটোলার দেওয়ালে দেওয়ালে এমন লেখা এখনো গেলে পাওয়া যাবে। অনেকটা আকষ্মিকভাবে ওস্তাদই শুধু চলে গেলেন। স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন তিনি। গত বছর শেখ কামাল সম্মাননাও পান তিনি।
 

 

রুমেল / শহিদ

×