ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

সব জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা ভেঙে অ্যাডহক কমিটি

প্রকাশিত: ২১:০৪, ২১ আগস্ট ২০২৪

সব জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা ভেঙে অ্যাডহক কমিটি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ক্রীড়াঙ্গনে প্রশাসনিক কাঠামোর অন্যতম স্তর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে দেশের সব জেলা, বিভাগ, উপজেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভাঙার নির্দেশনা জারি করেছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া শাখা থেকে এই চিঠিতে স্বাক্ষর করেন সহকারী সচিব এসএম হুমায়ূন কবীর।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার স্ব স্ব জেলা/বিভাগে স্বনামধন্য ক্রীড়াবিদ, ক্রীড়া সংশ্লিষ্টদের নিয়ে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। 

সেই কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে অনুমোদন নেওয়ার নির্দেশনাও রয়েছে।
 

 

রুমেল //শহিদ

×