ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়নশিপ

শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা করতে চায় বাংলাদেশ 

প্রকাশিত: ২১:৪২, ১৯ আগস্ট ২০২৪

শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা করতে চায় বাংলাদেশ 

কাল প্রথম ম্যাচে নামার আগে আজ বাংলাদেশ দলের শেষ অনুশীলন

সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়নশিপ এর আগে মাত্র একবারই অনুষ্ঠিত হয়েছে। সেটা ২০২২ সালে, ভারতে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ৫-২ গোলে তারা হারিয়েছিল নেপালকে। দুই বছর পর আবারও শুরু হয়েছে আসরটি, নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে। এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ লাল-সবুজ বাহিনীর যুবাদের। সেই লক্ষ্যে কাল মঙ্গলবার বিকেল পৌনে ৩টায় তারা প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। কাল জিতলেই নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনালও, নিজেদের প্রথম ম্যাচটা তাই জয় দিয়েই শুরু করতে চান মারুফুল হকের শিষ্যরা। 

সোমবার ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে বাংলাদেশ দল। বাফুফের মাধ্যমে এক ভিডিও বার্তায় কালকের ম্যাচে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক। 

কোচ মারুফুল হক বলেন, ‘নেপালে আসার আগে বলেছিলাম আমরা ফাইনাল খেলতে চাই। এবং চ্যাম্পিয়ন হতে চাই। আমাদের এই টিমটা লাস্ট টুর্নামেন্টেও ফাইনাল খেলেছিল। আমার প্লেয়ার মেষ দুই সপ্তাহ হার্ড ট্রেনিং করিয়েছে। তারা অনেক স্যাক্রিফাইস করেছে। এখন পর্যন্ত আমরা ঠিক পথেই আছি। ইতোমধ্যেই আমরা শ্রীলঙ্কার ম্যাচ দেখেছি। তাদের সঙ্গেই কাল আমাদের প্রথম ম্যাচ। তাদের বিপক্ষে আমাদের গেমপ্ল্যান এবং স্ট্র্যাটেজি কি হবে তা শেয়ার করেছি প্লেয়ারদের সঙ্গে। প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের লক্ষ্য ফাইনাল খেলা, তাই প্রথম ম্যাচটা আমরা জয় দিয়ে শুরু করতে চাই।’

অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ বলেন, ‘দেশে গত ১৫ দিন প্র্যাকটিস করেছি। এখানে আজ আজ শেষবারের মতো প্র্যাকটিস করলাম। আগামীকাল আমাদের প্রথম ম্যাচ। সবাই চাই, শুরুটা যেন ভালো হয়। সবার প্রত্যাশা আমরা যেন প্রথম ম্যাচটা উইন করি। সেটা করতে পারলে আমাদের লক্ষ্যের ৫০ শতাংশ পূর্ণ করতে পারবো। আমার মনে হয় আমরা ইনশাল্লাহ কাল দেশবাসীকে একটা ভাল রেজাল্ট উপহার দিতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন।’ 
শ্রাবণ আরও বলেন, ‘কোন প্রতিপক্ষকেই আসলে ছোট করে দেখার কিছু নেই। শ্রীলঙ্কা আমাদের চোখে ভাল দল। কিন্তু আমরা যদি যার যার সামর্থ্য দিয়ে শতভাগ খেলতে পারি কোচের ট্যাকটিক্স অনুযায়ী, তাহলে আমরা একটা জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো।’ 

সবশেষে শ্রাবণ বলেন, ‘এখানকার আবহাওয়া, ফ্যাসিলিটিস ... সবকিছুই ভাল। আজকেই আমরা প্রথমবারের মতো ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছি।’ 
সাফে গ্রুপ পর্বে বাংলাদেশ দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেপাল ও শ্রীলংকাকে। এই তিন দল আছে গ্রুপ ‘এ’তে। রবিবার এই গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে নেপাল।  
 

 

 

রুমেল// শহিদ

×