ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

বিসিবি না চাইলে থাকবেন না হাতুরু

প্রকাশিত: ২১:২৭, ১৯ আগস্ট ২০২৪

বিসিবি না চাইলে থাকবেন না হাতুরু

সোমবার রাওয়ালপিন্ডিতে সংবাদ সম্মেলনে টাইগার কোচ

পরিবর্তিত পরিস্থিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে এখন দেশ পরিচালনার ভার। চারদিকে পরিবর্তনের যে আওয়াজ উঠেছে, তা ঢেউ তুলেছে দেশের ক্রিকেটাঙ্গনে। তারই অংশ হিসেবে সোমবার(১৯ আগস্ট) বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী। 

পদত্যাগ করার কথা বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনেরও। এমন অবস্থায় জাতীয় দলের প্রধান কোচ চন্দ্রিকা হাতুরুসিংহের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

দুই টেস্টের সিরিজ খেলতে এই মুহূর্তে জাতীয় দল আছে পাকিস্তান সফরে। আগামী বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিণ্ডিতে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। পাকিস্তানে দলের সঙ্গেই আছেন কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। সিরিজ মাঠে গড়ানোর আগে আজ সোমবার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন হাথুরুসিংহে। সেখানে দল নিয়ে কথা বলার পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন এই লঙ্কান কোচ।

হাতুরু বলেন, 'আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।'

বাংলাদেশের ছাত্রদের আন্দোলনে নিহতদের প্রতি প্রার্থনা ও ভালোবাসা প্রকাশ করেন হাতুরুসিংহে। তাদের আশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, 'যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা। খুবই কঠিন ছিল এটি। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। এটি অভূতপর্ব ঘটনা। আশা করি, দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। এটি খুবই কঠিন ছিল।'

বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে। পাকিস্তান সিরিজে ভালো করে দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসাতে চান এই লঙ্কান কোচ, 'অবশ্যই (জাতীয় দলের সামনে সুযোগ দেশের মানুষকে আনন্দের উপলক্ষ এনে দেয়ার)। আমরা সবাই জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলা-ধূলার। এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের খুব সাহায্য হবে।'

 

মিরাজ // শহিদ

×