ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

শিরোপা জিততে আত্মবিশ্বাসী কোচ মারুফুল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪১, ১৫ আগস্ট ২০২৪

শিরোপা জিততে আত্মবিশ্বাসী কোচ মারুফুল

কোচ মারুফুল

আগামী ১৮-২৮ আগস্ট পর্যন্ত কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। এ-গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কা। মাত্র দুই সপ্তাহের প্রস্তুতি নিলেও এই আসরের শিরোপা জিততে পারে বাংলাদেশ। বুধবার বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের কোচ মারুফুল হক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলের যুব দলের দুই ফুটবলার মিরাজুল ইসলাম ও শাকিল আহাদ তপু। 
মারুফুল বলেন, ‘এটা আমার কাছে জাতীয় দায়িত্ব। তাই যে কোনো জাতীয় দলের হয়ে কাজ করতে আমার আপত্তি নেই। শুরুতে লক্ষ্য ছিল ফাইনাল খেলার। তবে দুই সপ্তাহ ছেলেদের সঙ্গে কাজ করার পর মনে হচ্ছে আমরা চ্যাম্পিয়নও হতে পারি। ওদের মধ্যে শিরোপা জেতার সেই ডেডিকেশন দেখেছি।’

গত ৩১ জুলাই কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছিল প্রস্তুতি। এ ছাড়া কিছুদিন তারা অনুশীলন করেছে বসুন্ধরা কিংসের ঘাসের মাঠেও। এই দলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক’জন ফুটবলার আছে। লিগ শেষ হওয়ার প্রায় দু’মাস পর মাঠে আসায় খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি ছিল। তাই প্রথম ১০ দিন দুবেলা ফিটনেস ট্রেনিং করান মারুফুল।

এখন করাচ্ছেন টেকটিক্যাল অনুশীলন এবং রিকভারি সেশন। মারুফুল বলেন, ‘আমাদের ছেলেদের ফুটবল জ্ঞান ভালো। তারা বেশ মনোযোগীও। আর এখানে যারা খেলছে তাদের বেশিরভাগই নিয়মিত প্রিমিয়ার লিগে খেলে। তাই নিজেদের কাজটা তারা ভালোভাবেই জানে।’

×