ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

স্বর্ণের আক্ষেপ ঘোচালেন জোসেফ ডোস্টাল

জিএম মোস্তফা

প্রকাশিত: ০০:২৯, ১১ আগস্ট ২০২৪

স্বর্ণের আক্ষেপ ঘোচালেন জোসেফ ডোস্টাল

জোসেফ ডোস্টাল

অবশেষে স্বর্ণের আক্ষেপ ঘোচালেন জোসেফ ডোস্টাল। শনিবার প্যারিস অলিম্পিকে ছেলেদের কায়াক একক ১০০০ মিটার ইভেন্টের ফাইনালে ৩:২৪.০৭ সেকেন্ডে সমাপ্তিরেখা স্পর্শ করে স্বর্ণপদক জয়ের স্বাদ পেলেন চেকপ্রজাতন্ত্রের এই তারকা। এই ইভেন্টে রুপা জিতেছেন হাঙ্গেরির এডাম ভার্গা। ফিনিশিং লাইন স্পর্শ করতে এদিন তার সময় লাগে ৩:২৪.৭৬ সেকেন্ড।

এডাম ভার্গারই স্বদেশী এবং অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন বালিন্ট কোপাজ ৩:২৫.৬৮ সেকেন্ড টাইমিংয়ে প্রতিযোগিতা শেষ করে ব্রোঞ্জপদক জিতেন। বয়সে একত্রিশকেও ছাড়িয়ে গেছেন জোসেফ ডোস্টাল। সর্বশেষ তিনটি অলিম্পিকেই প্রতিনিধিত্ব করেছেন চেক প্রজাতন্ত্রের এই পেডলার। কিন্তু দুর্ভাগ্য তার। ‘গ্রেটেস্ট শো অন্য দ্য আর্থ’ খ্যাত অলিম্পিকের এই মহাযজ্ঞে তিনবার প্রতিনিধিত্ব করে সোনার দেখা পাননি তিনি।

এক যুগ আগে ২০১২ সালে লন্ডনে ১টি ব্রোঞ্জ জিতে অলিম্পিকে অভিষেক ঘটেছিল তার। এরপর ২০১৬ সালে রিও অলিম্পিকে পদকসংখ্যা বাড়ে তার। ব্রোঞ্জের সঙ্গে যোগ হয় একটি রুপার পদকও। এরপর সবশেষে তিন বছর আগে টোকিও অলিম্পিকের ক্যানোতে ১টি ব্রোঞ্জ জিতেন তিনি। 
কিন্তু তারপরও হাল ছাড়েননি চেক প্রজাতন্ত্রের এই পেডলার। সেজন্য প্যারিস অলিম্পিককেই পাখির চোখ করেন ডোস্টাল।

সেজন্য চালিয়ে যান কঠোর অনুশীলন। সেইসঙ্গে নিজের প্রিয় শখের দুটি জিনিসও ছেড়ে দেন তিনি। প্রিয় খাবার মিষ্টি খাওয়া একেবারেই ছেড়ে দেন জোসেফ। সেইসঙ্গে শখের মাছ ধরার নেশাও ত্যাগ করে প্যারিস অলিম্পিকের জন্য নিজেকে প্রস্তুত করে গড়ে তুলেন। অবশেষে সেটারই পুরস্কার পেলেন চেক তারকা।

বহুল কাক্সিক্ষত স্বপ্নের অলিম্পিক স্বর্ণ জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা আগের চেয়েও আরও বেশি অনুশীলনে ব্যস্ত সময় পার করতে শুরু করেছিলাম। এই সময়টাতে মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি, যা আমি খুবই ভালো বাসতাম। এ ছাড়া একটা সময়ে আমি ১২ ঘণ্টা মাছ ধরতাম। কিন্তু এরপর সেখান থেকে মাছ ধরার সময় কমিয়ে ৬-৭ ঘণ্টায় নিয়ে এসেছিলাম। এখন আমি আবারও নদীতে মাছ ধরতে শুরু করব, তবে এবার অলিম্পিক চ্যাম্পিয়ন হিসেবে।’
এদিকে ২০২৪ অলিম্পিকে ছেলেদের ম্যারাথনে স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়েছেন তামিরাত তোলা। ২ ঘণ্টা ৬ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে সবার আগে প্রতিযোগিতা শেষ করে সোনা জেতেন ইথিওপিয়ার এই দূরপাল্লার দৌড়বিদ। সেইসঙ্গে ২৪ বছরের মধ্যে ইথিওয়িার প্রথম দৌড়বিদ হিসেবে দেশকে স্বর্ণপদক জেতানোর গৌরবও অর্জন করলেন তামিরাত তোলা।

অথচ প্রথমে প্যারিস অলিম্পিকে খেলার টিকিটই পাননি তিনি। কিন্তু তারই সতীর্থ সিসে লেমা চোটে পড়ায় মাত্র দুই সপ্তাহ আগে ম্যারাথন ইভেন্টে অংশ নেওয়া নিশ্চিত হয় তামিরাত তোলার। অবিশ্বাস্য ব্যাপার হলো শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে এই তামিরাতই ছেলেদের ম্যারাথনে অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জয়ের ইতিহাস গড়লেন।
ম্যারাথনে রুপা জিতেছেন সোমালিয়ান বংশোদ্ভূত বেলজিয়ামের দৌড়বিদ বশির আবদি। এদিন প্রতিযোগিতা শেষ করতে তিনি সময় নেন ২ ঘণ্টা ৬ মিনিট ৪৭ সেকেন্ড। যেখানে কেনিয়ার বেনসন কিপরুতো জিতেছেন ব্রোঞ্জপদক। ২ ঘণ্টা ৭ মিনিট সময় নিয়ে তৃতীয় হন তিনি। অলিম্পিক ম্যারাথনে দুইবারের চ্যাম্পিয়ন ইলিউড কিপচোগে ম্যারাথনের ট্র্যাকে নামলেও পরে দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন।

×