ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্যাডমিন্টনে সেরা কোরিয়ান মেয়েরা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:২৭, ৫ আগস্ট ২০২৪

ব্যাডমিন্টনে সেরা কোরিয়ান মেয়েরা

পদক হাতে দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ং

ব্যাডমিন্টন মেয়েদের এককের ফাইনালে চীনের হে বিং জিয়াওকে ২১-১৩, ২১-১৬ গেমে হারিয়ে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ং। ১৯৯৬ সালের পর এই ইভেন্টে প্রথম সোনা জিতেছে কোরিয়ানরা।  রৌপ্যপদকজয়ী চীনের হে বিং জিয়াওয়ের ক্যারিয়ারেও এটি প্রথম অলিম্পিক পদক। ব্রোঞ্জ জিতেছেন ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া মারিসকা টুনজাং। সেমিফাইনালে চোট পাওয়ার পর গ্রেগোরিয়ার মুখোমুখি হতে পারেননি স্পেনের ক্যারোলিন মারিন।

পুরুষ ও নারী দুই ইভেন্টেই পদক জিতে ফিল্ডম্যানের ইতিহাস
অলিম্পিকে প্রথম খেলোয়াড় হিসাবে পুরুষ ও নারী দুই ইভেন্টেই পদক জিতে ইতিহাস গড়েছেন ব্রিটেনের হেনরি ফিল্ডম্যান। টোকিও অলিম্পিকে রোয়িংয়ে পদক জিতেছিলেন পুরুষদের বিভাগে। এবার প্যারিসে পদক জিতেছেন নারী ইভেন্টেও। রোয়িংয়ের নতুন নিয়ম অনুযায়ী, নারী দলের সঙ্গে কক্স হিসাবে থাকতে পারেন পুরুষ। আবার পুরুষদের দলেও কক্স হিসাবে থাকতে পারেন কোনও নারী।
কক্সের ভূমিকা কিছুটা সহায়কের। বোট কোন দিকে যাবে, তা নিয়ন্ত্রণ করেন কক্স। বোটের অভিমুখ ঠিক রাখেন। দলের সদস্যদের মধ্যে সমন্বয়ের দায়িত্ব থাকে তার ওপর। অনেকটা দলের অধিনায়কের মতো কাজ করেন তিনি। এবার ব্রিটেনের নারীদের আটজনের রোয়িং দলের কক্স হিসাবে ছিলেন ফিল্ডম্যান। ব্রিটেনের এই দল ব্রোঞ্জ জিতেছে। এরই সঙ্গে ইতিহাস গড়েছেন ফিল্ডম্যান। গত টোকিও অলিম্পিকে ব্রিটেনের পুরুষ দলের কক্স হিসাবে ছিলেন ফিল্ডম্যান।  

৫০ মিটার ফ্রিস্টাইলে সেরা সুইডেন
মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে সোনা জিতেছেন সুইডেনের সারাহ সিওস্ট্রম। ফ্রান্সের লা ডিফেন্সে অ্যারানায় ২৩.৭১ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করেন তিনি। ২৩.৯৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জিতেছেন অস্ট্রেলিয়ার ম্যাগ হ্যারিস। আর চীনের ঝাং ইউফেই ব্রোঞ্জ জিতেছেন ২৪.২০ সেকেন্ড সময় নিয়ে।


র‌্যাপিড ফায়ারে চীনের প্রথম স্বর্ণসাফল্য
শূটিংয়ে ছেলেদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ারে সোনার পদক জিতেছেন চীনের লি ইয়োহেং। এই ইভেন্টে এটি চীনের প্রথম অলিম্পিক সোনা। রৌপ্যপদক জিতেছেন দক্ষিণ কোরিয়ার চে ইয়েয়োনজি। অলিম্পিকের এই ইভেন্টে এটি কোরিয়ার প্রথম পদক। আর ব্রোঞ্জ জিতেছেন চীনের ওয়াং জিনজি।
অন্যদিকে ট্রায়াথলনের মিক্সড রিলেতে সোনা জিতেছে জার্মানি। রুপা জিতেছে যুক্তরাষ্ট্র। আর ব্রোঞ্জ জিতেছে গ্রেট ব্রিটেন।

×