ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

আর্জেন্টিনাকে বিদায় করে সেমিতে ফ্রান্স

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:৩০, ৪ আগস্ট ২০২৪

আর্জেন্টিনাকে বিদায় করে সেমিতে ফ্রান্স

আর্জেন্টিনার বিরুদ্ধে জয়সূচক গোলের পর ফ্রান্স অধিনায়ক ফিলিপে মাতেতার উদ্যাপন

কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় টানা দুইবার শিরোপা জয়ের নজির গড়ে আলবিসেলেস্তেরা। যে কারণে চলমান প্যারিস অলিম্পিকেও ফেভারিটের ট্যাগ গায়ে মাখানো ছিল মেসি-ডি মারিয়ার উত্তরসূরিদের। কিন্তু সেই আর্জেন্টিনাকেই বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক ফ্রান্স। শুক্রবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে ফ্রান্স ১-০ গোলে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে আর্জেন্টিনাকে। 
বোর্দোতে অনুষ্ঠিত ম্যাচটিকে ঘিরে আগেই সমর্থকদের উত্তেজনার আভাস ছিল, শেষ পর্যন্ত হয়েছেও তাই। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ফ্রান্স আর আর্জেন্টিনা; দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যেও ছড়িয়ে পড়ে তা। দিনের অন্য ম্যাচগুলোতে জয় পেয়েছে স্পেন, মরক্কো এবং মিসর। ফাইনালে উঠার লড়াইয়ে আগামীকাল সোমবার ফ্রান্সের প্রতিপক্ষ মিসর। আরেক ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে স্পেন।  
দুই দলই ফেভারিট হিসেবে কোয়ার্টার ফাইনালের মিসর শুরু করেছিল। কিন্তু ম্যাচ শুরুর ৫ মিনিটেই ক্রিস্টাল প্যালেস স্ট্রাইকার জিন ফিলিপ মাতেতার গোলে এগিয়ে যায় স্বাগতিক শিবির। মাইকেল ওলিসের কর্নারে পোস্টের খুব কাছে থেকে দারুণ এক হেডে গোলটি করেন মাতেতা। এর পরের সময়টাতে আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। শেষ চারে থিয়েরি অঁরির শিষ্যদের প্রতিপক্ষ মিসর। সোমবার মিসরের বিপক্ষে সেমিফাইনালে সুস্পষ্ট ফেভারিট হিসেবেই মাঠে নামবে ফ্রান্স।

শুক্রবার মার্সেইতে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে মিসর পেনাল্টিতে ৫-৪ গোলে পরাজিত করে প্যারাগুয়েকে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলায় ১-১ গোলে ড্র ছিল দুই দলের লড়াই। এর আগে বার্সিলোনার ফারমিন লোপেজের জোড়া গোলে উড়তে থাকা স্পেন ৩-০ ব্যবধানে পরাজিত করে এশিয়ান পরাশক্তি জাপানকে। ২০২৪ ইউরোজয়ী লোপেজ ১১ মিনিটে গোল করে স্পেনকে প্রথম এগিয়ে দেওয়ার পর ৭৩ মিনিটে সার্জিও গোমেজের কর্নার থেকে দুর্দান্ত ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন। অধিনায়ক আবেল রুইজ ম্যাচ শেষের চার মিনিট আগে তৃতীয় গোল করলে বড় জয় নিশ্চিত হয় স্পেনের। সোমবার মার্সেইতে শেষ চারে তাদের প্রতিপক্ষ মরক্কো। শেষ আটের আরেক ম্যাচে যারা ৪-০ গোলে বিধ্বস্ত করে যুক্তরাষ্ট্রকে।

×