ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

স্বর্ণ জিতেই পেলেন বিয়ের প্রস্তাব

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:২৮, ৪ আগস্ট ২০২৪

স্বর্ণ জিতেই পেলেন বিয়ের প্রস্তাব

হুয়াং ইয়া কিয়ংয়ের অনামিকায় আংটি পরিয়ে দিচ্ছেন প্রেমিক লিউ ইয়ুচেন

অলিম্পিকে স্বর্ণ জিতেছেন চীনের হুয়াং ইয়াকিয়ং। সেই সঙ্গে মনও জিতে নিয়েছেন তিনি। পদক জয়ের পর তার প্রেমিক লিউ ইউচেন বিয়ের প্রস্তাাব দিলেন। পরিয়ে দিলেন আংটিও। সেই দৃশ্য দেখল প্রেমের শহর প্যারিস। ইয়াকিয়ং ও ইউচেন দেশের হয়ে পদক জিততে গিয়েছেন প্যারিসে। ব্যাডমিন্টন থেকে চীন এখনো পর্যন্ত একটিই পদক জিতেছে। সেটি এনে দিয়েছেন ইয়াকিয়ং। পুরুষদের ডাবলসে প্রেমিক ইউচেন যদিও পারেননি। তার প্রেমিকা স্বর্ণ জিততেই বিয়ের প্রস্তাব দিলেন ইউচেন। হাঁটু মুড়ে বসে আংটি পরিয়ে দিলেন ইয়াকিয়ংকে। প্যারিসের লা শাপেলে এরিনা তখন ভর্তি।

চিৎকার করছে দর্শক। উৎসাহ দিচ্ছেন ইউচেনকে। তার মাঝেই পকেট থেকে আংটি বের করে সোনার পদকজয়ী ইয়াকিয়ংয়ের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলেন ইউচেন। দিলেন বিয়ের প্রস্তাব। গলায় তখন সোনার পদক। তার সেই পদক জয় আরও স্পেশ্যাল করে দিলেন প্রেমিক ইউচেন।

×