ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

কে হবেন দ্রুততম মানব?

মো. মামুন রশীদ

প্রকাশিত: ০১:২৬, ৪ আগস্ট ২০২৪

কে হবেন দ্রুততম মানব?

অলিম্পিকের অন্যতম আকর্ষণীয় ও জনপ্রিয় ইভেন্ট ছেলেদের ১০০ মিটার দৌড়ের ফাইনাল হবে আজ রাতে।

মাত্র ১০ সেকেন্ডের লড়াইয়েই শ্রেষ্ঠত্বের ফয়সালা। ১০০ মিটার স্প্রিন্টের আলোচনা এলেই নাম চলে আসে উসাইন বোল্টের। সর্বকালের সবচেয়ে গতিধর মানব হিসেবে স্বীকৃত এই জ্যামাইকান কিংবদন্তির অবসরের পর আর কেউ তার কাছাকাছি অবস্থানেও যেতে পারেননি কেউ। তবে বিশ^ব্যাপী পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের আবেদন, আকর্ষণ সবই আগের মতোই আছে। গ্রীষ্মকালীন অলিম্পিক আসরে এই ইভেন্টের দিকে তীব্র মনোযোগ থাকে সবার। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা ফুরোতে চলেছে। প্যারিস অলিম্পিকে আজই পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল।

জানা যাবে নতুন দ্রুততম মানবের নাম। ইতোমধ্যেই অনুষ্ঠিত হিটে ফেভারিটদের ছাড়িয়ে গেছেন অন্যরা যা আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। তবে গত অলিম্পিকে দ্রুততম মানব হয়েছেন ইতালির মার্সেল জ্যাকবস ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে। দ্রুততম মানবের এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার ক্ষেত্রে তার বড় চ্যালেঞ্জ বর্তমান বিশ^চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস। ৯.৮৩ সেকেন্ড সময় নিয়ে এখন বিশ^সেরা টাইমিংয়ের অধিকারী। এ ছাড়াও আছেন তারই সতীর্থ ফ্রেড কার্লি, জ্যামাইকার চলতি বছরের চ্যাম্পিয়ন কিশেন থমসন এবং কেনিয়ার ফার্দিনান্দ ওমানিয়ালা। 
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের নতুন রানী নির্ধারিত হয়ে গেছে শনিবার রাতেই। পুরুষদের ১০০ মিটারে প্যারিসের ট্র্যাকে কে বিদ্যুৎগতি তুলবেন তার একটি খসড়া প্রতিযোগিতা হয়ে গেছে। কারণ হিট অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশ^চ্যাম্পিয়ন লাইলসকে পেছনে ফেলেন ফেভারিটের তকমায় জায়গা না পাওয়া লুই হিঞ্চক্লিফ। তিনি ৯.৯৮ সেকেন্ড সময় নেন। মাত্র ২২ বছর বয়সী ব্রিটিশ এই নতুন স্প্রিন্ট সেনসেশন গত জুনেই ইউকে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেরা স্প্রিন্টার হয়েছেন। তার কোচ হিসেবে আছেন অলিম্পিক লিজেন্ড কার্ল লুইস। ফাইনালে বড় চ্যালেঞ্জ হবেন এই তরুণ বাকিদের জন্য তা নিঃসন্দেহেই বলা যায়। তবে সার্বিক হিটে সবার সেরা টাইমিং নিয়ে সেমিফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের কেনেথ বেডন্যারেক ও ফ্রেড কার্লি।

দুজনই ৯.৯৭ সেকেন্ড সময় নিয়ে সেমিতে সেরা দুজন হিসেবে লড়াই করবেন। গত অলিম্পিকে কার্লি ৯.৮৪ টাইমিংয়ে রৌপ্য জিতেছিলেন। গত অলিম্পিকের ব্রোঞ্জজয়ী কানাডার আন্দ্রে দ্য গ্রাসি এবার হিটে তৃতীয় হয়েছেন ১০.০৭ সেকেন্ড সময় নিয়ে তাই তাকে নিয়ে খুব বেশি আলোচনা নেই। বোতসোয়ানার লেটসাইল টেবোলো সর্বশেষ বিশ^চ্যাম্পিয়নশিপে রৌপ্য জয় করেন দেশসেরা ৯.৮৮ সেকেন্ড টাইমিং গড়ে, হিটে তিনি ১০.০১ সেকেন্ড সময় নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার আলোচিত স্প্রিন্টার আকানি সিমবিন টোকিওতে চতুর্থ হন। এবার হিটে তার টাইমিং ১০.০৩ সেকেন্ড।

টোকিও অলিম্পিকে স্বর্ণজয়ী জ্যাকবস তার হিটে পেছনে পড়েছেন নাইজেরিয়ার কাইনসোলা আজায়ির। অবশ্য গত ৩ বছর ইনজুরির সঙ্গে লড়াই করা জ্যাকবস ১০.০৫ সেকেন্ড সময় নিয়েছেন। আর আজায়ি ১০.০২ সেকেন্ড। বিশ^চ্যাম্পিয়ন লাইলস হিটের সার্বিক ফল অনুসারে ১২তম হয়েছেন। তিনি সময় নিয়েছেন ১০.০৪ সেকেন্ড। অথচ এ বছর লন্ডনে ৯.৮১ সেকেন্ড টাইমিং সার্বিকভাবে বিশে^ তৃতীয় সেরা। জ্যামাইকার কিশেন থমসন এ বছরের সেরা টাইমিং করে সবার ওপরে। গত ২৮ জুন তিনি মাত্র ৯.৭৭ সেকেন্ড সময় নেন কিংস্টনে। তার ঠিক পেছনেই আফ্রিকার রেকর্ডধারী কেনিয়ার ওমানিয়ালা ৯.৭৯ সেকেন্ড টাইমিংয়ে। লড়াইটা এবার জমজমাট হবে তাতে সন্দেহ নেই। আজ রাতে সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে পৌনে দুই ঘণ্টার মধ্যেই। তবে সেরা নিশ্চিতের জন্য মাত্র ১০ সেকেন্ড- তাতেই জানা জাবে দ্রুততম মানব কে হচ্ছেন!

×