ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

মায়ের ব্যর্থতা ঘোচালেন ম্যাকিনটশ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:০২, ২ আগস্ট ২০২৪

মায়ের ব্যর্থতা ঘোচালেন ম্যাকিনটশ

.

ক্রীড়ার মহাযজ্ঞ অলিম্পিকের আসরে ১৯৮৪ সালে নারীদের সাঁতার ইভেন্টে ২০০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নিয়েছিলেন কানাডার ১৭ বছর বয়সী জিল হার্সটেডনবম হয়ে আসর শেষ করতে হয়েছিল তাকেদীর্ঘ ৪০ বছর পর বৃহস্পতিবার অলিম্পিকে নারীদের সাঁতার ইভেন্টে ২শমিটার বাটারফ্লাইয়ে অংশ নেন হার্সটেডের মেয়ে সামার ম্যাকিনটশতবে এবার মায়ের মতো ব্যর্থতার স্বাদ নিতে হয়নি ১৭ বছরের এই তরুণীকেপ্যারিস অলিম্পিকে নারীদের সাঁতারে ইভেন্টে ২শমিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ জিতে রেকর্ড বইয়ে নাম তুলেন ম্যাকিনটশএকই বয়সে মা না পারলেও মেয়ে ঠিকই সাফল্যের স্বাদ পেয়েছেন

প্যারিস অলিম্পিকে ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ২ মিনিট ৩.০৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেন ম্যাকিনটশএই ইভেন্টে ২ মিনিট ০৩.৮৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেন যুক্তরাষ্ট্রের রেগান স্মিথ এবং ব্রোঞ্জ জিতেন চীনের ঝ্যাং ইউফেইঝ্যাং সময় নিয়েছেন ২ মিনিট ০৫.০৯ সেকেন্ডস্বর্ণ জয়ের পর দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরেন ম্যাকিনটশএমন কীর্তির পর কানাডিয়ান তরুণী বলেন, ‘২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণ জিততে পারা আমার জন্য দারুণ এক অর্জনএই ইভেন্টে আমার মাও অংশ নিয়েছিলতার সঙ্গে আনন্দের মুহূর্তটা ভাগাভাগি করে নিয়েছিআমি জানি, আমরা পরিবারের বাকি সদস্যদের মতো তিনিও আমাকে নিয়ে গর্বিতপ্রথম কানাডিয়ান নারী হিসেবে অলিম্পিকের এক আসরে দুটি স্বর্ণপদক জয়ের নজিরও এখন ম্যাকিনটশের দখলেএর আগে এই ইভেন্টে নারীদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে স্বর্ণ জিতেছিলেন তিনি৪০০ মিটার ফ্রিস্টাইলে রুপা জিতেন ম্যাকিনটশএ ছাড়া কানাডার তৃতীয় সাঁতারু হিসেবে একই ইভেন্টে দুটি স্বর্ণ জয়ের রেকর্ড গড়েন ম্যাকিনটশ১৯১২ সালে কানাডার জিওর্জি হডজসন ও ১৯৮৪ সালে অ্যালেক্স বাউম্যান অলিম্পিকের একই ইভেন্টে দুটি স্বর্ণ জিতেছিলেন

বৃহস্পতিবার মেয়েদের দলগত ২ গুণিতক ৪০০ মিটার ফ্রিস্ট্রাইল রিলেতে অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া

স্বর্ণ জিততে তাদের লেগেছে ৭ মিনিট ৩৮.০৮ সেকেন্ডকিছুটা পিছিয়ে থেকে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র এবং চীন পেয়েছে ব্রোঞ্জঅস্ট্রেলিয়ার স্বর্ণ জেতা দলে ছিলেন মলি ওকালাহান, লানি পালিস্টার, ব্রিয়ান্না থোর্সেল এবং অ্যারিয়ার্না টিটমাস।  এদিন দারুণ এক লড়াইয়ের পর দক্ষিণ আফ্রিকার তাতিয়ানা স্মিথকে হারিয়ে নারীদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের কেট ডগলাসসোনা জিততে তার সময় লেগেছে ২ মিনিট ১৯.২৪ সেকেন্ডএ সময়ের সাঁতার শেষ করে মার্কিনিদের মধ্যে রেকর্ডও গড়েন তিনিএই প্রতিযোগিতায় রুপা জিতেছেন তাতিয়ানাআর ব্রোঞ্জ গেছে নেদারল্যান্ডসের টেস শোটেনের দখলেহাঙ্গেরিকে সাঁতারে সোনা এনে দিয়েছেন হাবার্ট কোসপ্যারিস অলিম্পিকে সাঁতারে এটাই হাঙ্গেরির প্রথম স্বর্ণ

পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ১ মিনিট ৫৪.২৬ সেকেন্ডে সাঁতার শেষ করেন তিনি২০২৩ সালের এই বিশ্বচ্যাম্পিয়ন পেছন থেকে ঘুরে দাঁড়িয়ে এ স্বর্ণ জিতেছেনএই ইভেন্টে রুপা জিতেছেন গ্রিসের আপোস্তোলোস ক্রিস্তোআর সুইজারল্যান্ডের রোমান মিতাইওকোভ জিতেছেন ব্রোঞ্জ

×