ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সেই ফ্রান্সের সামনে আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১২, ১ আগস্ট ২০২৪

সেই ফ্রান্সের সামনে আর্জেন্টিনা

ইউক্রেনের বিরুদ্ধে গোলের পর আর্জেন্টাইন ফুটবলারদের উচ্ছ্বাস

প্যারিস অলিম্পিকে পুরুষ ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকেই আর্জেন্টিনা ও ফ্রান্সের যে কোনো একটি দলকে বিদায় নিতে হবে। কেননা দল দুটি এই স্টেজে একে অপরের মুখোমুখি হচ্ছে। ‘এ’ গ্রুপে ফ্রান্স প্রত্যাশিতভাবে গ্রুপ সেরা হলেও ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা হয়েছে দ্বিতীয়। যে কারণে দুই দলের একটিকে ছিটকে পড়তে হচ্ছে পদকের মঞ্চে পা রাখার আগেই। 
মঙ্গলবার রাতে ইউক্রেনকে ২-০ গালে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে মরক্কোর কাছে নাটকীয়ভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে তারা হারিয়েছিল ইরাককে। প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইউক্রেনের কাছে হেরেছিল মরক্কো। শেষ ম্যাচে ইরাককে ৩-০ গোলে উড়িয়ে শুধু শেষ আটই নিশ্চিত করেনি আফ্রিকার দলটি; গ্রুপ সেরা হয়ে এড়িয়েছে ফ্রান্সের সঙ্গে লড়াইও।

গোল পার্থক্যে এগিয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া মরক্কো কোয়ার্টার ফাইনালে লড়বে ‘এ’ গ্রুপের দ্বিতীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে। ‘বি’ গ্রুপের দ্বিতীয় আর্জেন্টিনা লড়বে ‘এ’ গ্রুপের সেরা ফ্রান্সের সঙ্গে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে জাপান সামনে পাচ্ছে স্পেনকে। ‘সি’ গ্রুপে স্পেন ও মিসরের কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। শেষ ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান পেয়েছে মিসর। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মিশর খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। সেমিফাইনালে ওঠার চারটি লড়াই হবে একই দিনে। অর্থাৎ শুক্রবার। এরপর দুটি সেমিফাইনাল আগামী সোমবার। ৮ আগস্ট হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ। 
সোনার লড়াই হবে ৯ আগস্ট। জুলাই মাসের শুরুতে কোপা আমেরিকা জয়ের পর ফরাসি খেলোয়াড়দের উদ্দেশ্য করে বর্ণবাদী গান গেয়ে আর্জেন্টাইন খেলোয়াড়দের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ঘটনার পর প্রথমবারের মতো ফ্রান্সের মোকাবিলা করতে যাচ্ছে আর্জেন্টিনা। ফিফা ওই ভিডিওর তদন্তের নির্দেশ দিয়েছে।

ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেসহ অনেকেই এই ভিডিওতে বর্ণবাদের লক্ষ্য বস্তুতে  পরিণত হয়েছিলেন। অলিম্পিকে খেলতে আসার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ফরাসি সমর্থকদের দুয়োধ্বনি ও তোপের মুখে পড়েছেন। সবশেষ এই দুই দেশ ২০২২ কাতার বিশ^কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। যেখানে পেনাল্টিতে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

×