ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ডেটিংয়ে গিয়ে নিষিদ্ধ ব্রাজিল তারকা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৮, ৩১ জুলাই ২০২৪

ডেটিংয়ে গিয়ে নিষিদ্ধ ব্রাজিল তারকা

প্রমীলা টেনিসে দ্বিতীয় রাউন্ডে পারফর্ম করছেন ইউক্রেনের এলিনা

প্রেমিকের সঙ্গে ডেটিংয়ে গিয়ে প্যারিস অলিম্পিক থেকে নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলের আনা ক্যারোলিনা। ব্রাজিলের এবারের অলিম্পিকে সাঁতারের দলে ছিলেন তিনি। একই দলে ছিলেন ছিলেন গ্যাব্রিয়েল সান্তোস। দুজনেই সাঁতারের তারকা। বাস্তব জীবনে আছে তাদের প্রেমের সম্পর্ক। ভালোবাসার শহর প্যারিসে আলো ঝলমলে রাতে উদ্বোধন হয়েছিল অলিম্পিকের। এরপর তারা বেরিয়েছিলেন নিজেদের মতো করে ঘুরতে। প্রেমিকের সঙ্গে ঘুরতে যাওয়াটাই কাল হয়েছে ক্যারোলিনার জন্য। 

দুজনে রাত্রিকালীন ভ্রমণে গিয়েছিলেন গেমস ভিলেজের বাইরে। আর সেটা দলের সংশ্লিষ্ট কাউকেই জানিয়ে যাননি। মূলত, সেখান থেকেই ক্যারোলিনা ও সান্তোসের ওপর নাখোশ হয়েছে ব্রাজিলের অলিম্পিক কর্তৃপক্ষ। দুজনকেই গেমস ভিলেজে ফিরে আসার পর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই জিজ্ঞাসাবাদেই অলিম্পিকের কর্তাব্যক্তিদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন আনা। কর্তৃপক্ষের সঙ্গে অপমানজনক ও আপত্তিকর ভাষায় চেঁচামেচি করেছেন বলেও জানা যায়।

×