ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

শেষ ষোলোয় রাদুকানু

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৩৪, ৬ জুলাই ২০২৪

শেষ ষোলোয় রাদুকানু

এমা রাদুকানু

উইম্বলডনের তৃতীয় রাউন্ডেও আধিপত্য বিস্তার করে জয় তুলে নিয়েছেন এমা রাদুকানু এবং কোকো গফ। সরাসরি সেটে জিতেই মৌসুমের তৃতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করলেন তারা। তৃতীয় পর্বে ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন এমা রাদুকানু ৬-২ এবং ৬-৩ গেমে পরাজয়ের স্বাদ উপহার দেন গ্রিক তারকা মারিয়া সাক্কারিকে। আরেক ম্যাচে আমেরিকান তরুণী কোকো গফ ৬-৪ এবং ৬-০ গেমে উড়িয়ে দেন এমা রাদুকানুরই স্বদেশী সোনায় কার্টালকে।

২০২১ সালে ইউএস ওপেনের শিরোপা জিতে বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন এমা রাদুকানু। কিন্তু জীবনের প্রথম মেজর ট্রফি উঁচিয়ে ধরার পর অবশ্য নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি ব্রিটিশ তরুণী। কিন্তু দীর্ঘ সময় পর এবার উইম্বলডনেই যেন স্বরূপে ফেরার ইঙ্গিত দিলেন রাদুকানু। তৃতীয় রাউন্ডের ম্যাচে টুর্নামেন্টের নবম বাছাই সাক্কারিকেও উড়িয়ে দিলেন তিনি। মাত্র ১ ঘণ্টা ৩২ মিনিটের লড়াইয়ে গ্রিক তারকাকে পরাজয়ের স্বাদ উপহার দেন রাদুকানু। শেষ ষোলোর ম্যাচে তার প্রতিপক্ষ লুলু রাদোভিসিচ।

×