ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

রাগবিতে প্রথম বাংলাদেশী হিসেবে দেলোয়ারের কৃতিত্ব

প্রকাশিত: ২০:৩২, ৬ জুলাই ২০২৪

রাগবিতে প্রথম বাংলাদেশী হিসেবে দেলোয়ারের কৃতিত্ব

রাগবিতে প্রথম বাংলাদেশী হিসেবে দেলোয়ার অনন্য কীর্তি গড়েছেন

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড রাগবির লেভেল-২ আইসআইআর (ফিজিও) হয়েছেন বাংলাদেশ রাগবির ফিজিও কনসালটেন্ট দেলোয়ার হোসেন চৌধুরী। অফিশিয়াল হিসেবে সনদপ্রাপ্ত-ও হয়েছেন তিনি।এটা বাংলাদেশ রাগবির আরেকটি সাফল্য। 
দেলোয়ার বাংলাদেশ রাগবি জাতীয় দল ও সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড, ঢাকা সেনানিবাস ফিজিওথেরাপি কনসালটেন্ট হিসেবে নিয়োজিত রয়েছেন।

এশিয়া রাগবির আমন্ত্রণে দেলোয়ার ওয়ার্ল্ড রাগবি লেভেল-২ মেডিকেল কোর্সে অংশগ্রহণের জন্য গত ২০ জুন ভারতের পুনে শহরে যান এবং ২২-২৩ জুন ওয়ার্ল্ড রাগবি লেভেল-২ আইসিআইআর কোর্স পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পান। ১০ দিন পর গত ৩ জুলাই তিনি ওয়ার্ল্ড রাগবি লেভেল -২ মেডিকেল কোর্স সনদপ্রাপ্ত হয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক রাগবি ফিজিও কনসালটেন্ট হিসেবে নাম লেখান। 
এজন্য বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন দেলোয়ারকে শুভকামনা জানিয়েছে। তারা কামনা করছে তিনি যেন বাংলাদেশ জাতীয় রাগবি দলকে চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হন।
 

 

রুমেল খান

×