ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৯ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১

উৎসবের বন্যায় আবেগের স্রোতধারা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৪, ৬ জুলাই ২০২৪

উৎসবের বন্যায় আবেগের স্রোতধারা

.

সতেরো বছর পর শিরোপা পুনরুদ্ধার, রোহিত শর্মার দল কতটা রোমাঞ্চিত, বার্বাডোজের ফাইনাল শেষেই সেটি দেখেছে বিশ্ব ক্রিকেট। কেনসিংটন ওভালের মাটি মুখে দিয়ে অধিনায়ক বলছিলেন, এই দিনটাকে সারাজীবনের জন্য নিজের শরীরে বয়ে বেড়াবেন! এরপরই ক্যারিবীয় দীপপুঞ্জে ভয়াবহ সাইক্লোন বেরিলের সংকেত। ট্রফিজয়ের পর হোটেলবন্দি টিম-ইন্ডিয়া বাড়ি ফেরে প্রায় সাড়ে তিনদিন পর, বৃহস্পতিবার। চার্টার্ড বিমানে দিল্লি হয়ে মুম্বাই লোকে লোকারণ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংবর্ধনা শেষে ওয়াংখেড়ে উড়ে আসে চ্যাম্পিয়নদের বহর। বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত বয়ে যায় প্যারেড গ্রাউন্ড। তাতে আরও একবার আবেগে ভাসলেন রোহিত, ভাসলেন বিরাট কোহলি। মেরিন ড্রাইভে ছাদখোলা বাসে ট্রফি উঁচিয়ে অভিবাদনের জবাব দিলেন ভারতীয় ক্রিকেটে সময়ের বড় দুই তারকা। বিশ্বজয়ের মধ্য দিয়ে যারা তাদের আন্তর্জাতিক টি২০ ক্যারিয়ারের ইতি টানেন।
২০০৭ সালে ইতিহাসের প্রথম টি২০ বিশ্বকাপেই বাজিমাত করেছিলেন মহেন্দ্র সিং ধোনি, পরে জিতেছিলেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, প্রথমটিতে ছিলেন রোহিত (২০০৭) এবং দ্বিতীয়টিতে কোহলি (২০১১)। তবে বয়সে, দায়িত্বে তখনো এতটা পরিণত হননি কেউ। ‘সেবার (মুম্বাইয়ে ২০০৭-এ সংবর্ধনা অনুষ্ঠান) অনুভূতি ছিল ভিন্ন। আমরা বিকেলে শুরু করেছিলাম, এবার সন্ধ্যায়। ২০০৭ কখনোই ভোলার নয়, প্রথম বিশ্বকাপ বলে কথা! তবে এবার আরেকটু বেশিই স্পেশাল, কারণ এবার দলকে নেতৃত্ব দিয়েছি। আমার জন্য তাই খুবই গর্বের উপলক্ষ।’ আবেগাপ্লুত কণ্ঠে বলছিলেন রোহিত।


 

×