ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১

‘মিস্টিয়ানো পেনালদো!’,রোনালদোকে  বিবিসির খোঁচা

প্রকাশিত: ১৪:২২, ২ জুলাই ২০২৪; আপডেট: ১৪:২৮, ২ জুলাই ২০২৪

‘মিস্টিয়ানো পেনালদো!’,রোনালদোকে  বিবিসির খোঁচা

রোনালদো পেনাল্টি মিস করেছেন। 

জন টেরি বিশ্বাসই করতে পারছিলেন না! চেলসি ও ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার ইনস্টাগ্রাম স্টোরিতে বিবিসির গ্রাফিকসের ছবি দিয়ে লিখেছেন, ‘বিবিসি, এটা খুব জঘন্য কাজ হলো।’

কী কাজ? ইউরোর শেষ ষোলোতে গতকাল পর্তুগাল খেলেছে স্লোভেনিয়ার বিপক্ষে। গোলশূন্য ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো ম্যাচই হতাশায় কেটেছে তাঁর। পেনাল্টি মিস করার তো একেবারে শিশুতোষ কান্নায় ভেঙে পড়েন পর্তুগিজ যুবরাজ।

তা ওই পেনাল্টি মিসের গ্রাফিকস ও ভিডিও দেখানোর সময়ই বিবিসির পর্দায় ভেসে ওঠে ক্যাপশন – ‘মিস্টিয়ানো পেনালদো!’

শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। রোনালদো দলের হয়ে প্রথম শট নিয়ে বল জালে জড়িয়েছেন। ওদিকে পর্তুগাল গোলকিপার দিয়োগো কস্তা স্লোভেনিয়ার তিনটি শটই ঠেকিয়ে দেন। হাঁফ ছেড়ে বাঁচেন রোনালদোরা।

তবে এর মধ্যে বিবিসির মতো জনপ্রিয় সংবাদমাধ্যমে রোনালদোকে অমন খোঁচা মেরে তৈরি গ্রাফিকস সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছে। টেরি যেমন ইনস্টাগ্রামে নিজের হতাশা জানিয়েছেন, অনেক সাংবাদিক ও সাবেক খেলোয়াড়ও এ নিয়ে কথা বলেছেন।

রোনালদো অবশ্য ম্যাচ শেষে পেনাল্টি নিয়ে বলেছেন, ‘পেনাল্টিটা আমাকে আবার ভালো করে দেখতে হবে। বুঝতে পারছি না আমি শটটা ঠিকভাবে নিয়েছি নাকি বাজে হলো শটটা! পুরো বছরে আমি একটা পেনাল্টিও মিস করলাম না, অথচ আজ যখন সবচেয়ে বেশি দরকার হলো (গোল করার), অবলাক শটটা ঠেকিয়ে দিল!’

এবি 

×