ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৪ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১

ছুটির দিনে ফুরফুরে মেজাজে আর্জেন্টাইন তারকারা

প্রকাশিত: ১৯:১৬, ১ জুলাই ২০২৪

ছুটির দিনে ফুরফুরে মেজাজে আর্জেন্টাইন তারকারা

আর্জেন্টিনা ফুটবলার

প্রত্যাশিত গ্রুপ সেরা হয়েই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। ফর্মে আছেন দুই স্টাইকার জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ। বরাবরের মতোই উজ্জ্বল এমিলিয়ানো মার্তিনেজ। এখন পর্যন্ত মহাদেশীয় এই টুর্নামেন্টে গোল হজম করেনি আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালের আগে পাঁচ দিনের বিরতি। আগামী শুক্রবার (৫ জুলাই) শেষ আটের লড়াইয়ে চেনা প্রতিপক্ষ ইকুয়েডের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। কোপার প্রস্তুতিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লাতিন দলটিকে ১-০ গোলে হারিয়ে ছিল বিশ্ব ও কোপার শিরোপাধারীরা।

তাই কোয়ার্টার ফাইনালের ভেন্যু হিউস্টনে যাওয়ার আগে ফুটবলারদের একদিনের ছুটি দেয় টিম ম্যানেজমেন্ট। এই ছুটিতে পরিবার-পরিজন নিয়ে যে যারা মতে সময় কাটিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলাররা।

কোয়ার্টারের আগে সবচেয়ে বড় প্রশ্নে লিওনেল মেসিকে ঘিরে। শেষ আটের লড়াইয়ের আগে সুস্থ হবেন তো আর্জেন্টিনার প্রাণভোমরা? গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ডানপায়ে পেশীতে অস্বস্তির অনুভব করেন তিনি।

এ জন্য খেলেননি পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে নামার আগে তাকে সুস্থ করে তুলে বেশ পরিশ্রম করছে আর্জেন্টিনা জাতীয় দলের চিকিৎসকদের দল।

এদিকে মেসি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও ছুটি দিনটি বেশ ভালো ভাবে কাজে লাগিয়েছেন দলের অন্যান্য ফুটবলাররা। বিশ্রামের সময়টাতে প্রিয়জনদের সঙ্গে সময় কাটান আর্জেন্টাইনরা।

চার গোল করে কোপা আমেরিকার শীর্ষ গোলদাতা লাউতারো মার্তিনেজকে দেখা যায় পরিবারের সঙ্গে। লেফট ব্যাক নিকোলাস ত্যাগলিয়াফিকো, সমুদ্র সৈকতে ঘুরতে যান স্ত্রী ক্যারোলিনা ক্যালভ্যাগনির সঙ্গে।

এ ভাবে আর্জেন্টিনা দলের সকল ফুটবলার সময় কাটান পরিবারের সদস্যদের সঙ্গে। মঙ্গলবার (২ জুলাই) সকালে কোয়ার্টার ফাইনালের ভেন্যু হিউস্টনে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।

শহিদ

×