ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০২ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১

৩ ওয়ানডে খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে বাংলাদেশ!

মো. মামুন রশীদ

প্রকাশিত: ০০:৩৮, ৩০ জুন ২০২৪

৩ ওয়ানডে খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে বাংলাদেশ!

৩ ওয়ানডে খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে বাংলাদেশ!

বিশ্বকাপ মিশন শেষ করে ফেরার পর বাংলাদেশের ক্রিকেটারদের ছুটি শুরু হয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ১২-১৪ দিন ছুটি কাটাবেন তারা। লম্বা সময় কোনো ক্রিকেট ব্যস্ততা নেই। বিশ^কাপের দুঃস্বপ্ন ভুলে আবার নতুন করে শুরুর জন্য তাই যথেষ্ট সময়ই পাবেন ক্রিকেটাররা। আপাতত স্বল্প পরিসরের কোনো ক্রিকেট নেই। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে-টি২০ সিরিজ স্থগিত হয়েছে। তাই যারা টেস্ট খেলবেন, তারাই মূলত প্রস্তুত হতে শুরু করবেন আগস্টে পাকিস্তান সফরের জন্য। সেই সফরে রয়েছে ২টি টেস্ট।

অর্থাৎ যারা শুধু স্বল্প পরিসরের ক্রিকেট খেলেন, দীর্ঘ সময় তারা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকবেন। এ সময় তাদের অনেকেই অবশ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন বিশ^ব্যাপী। বাকিরা চট্টগ্রামে চলমান বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যোগ দেবেন। কোচ সোহেল ইসলামের অধীনে চলছে ক্যাম্পটি। অক্টোবরের আগে কোনো টি২০ নেই বাংলাদেশ দলের। আর নভেম্বরের আগে নেই কোনো ওয়ানডে। ভবিষ্যৎ সূচি অনুসারে আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র ৩ ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।
বিশ^কাপের পরই বাংলাদেশ দলের আফগানিস্তানের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি২০ খেলার কথা ছিল ভারতের গ্রেটার নয়দাতে। কন্ডিশন বিবেচনায় ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ৬-৭ জন ক্রিকেটারকে এনওসি দেওয়ায় সেই সিরিজটি স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে কারণে আপাতত টি২০, এমনকি ওয়ানডে ফরম্যাট থেকেও লম্বা এক বিরতি পাচ্ছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিবসহ অধিকাংশ খেলোয়াড়।

তারা যেহেতু টেস্ট খেলেন না, সে কারণে অক্টোবরের আগে কোনো টি২০ ম্যাচ খেলার সুযোগ নেই। কারণ আগস্টে পাকিস্তান সফরে শুধু বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২টি  টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সেটি হতে পারে মুলতান ও রাওয়ালপিন্ডিতে। কারণ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে, তাই লাহোর-করাচীসহ বাকি ভেন্যুর সংস্কারকাজ চলছে। সিরিজটি শেষ করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতে গিয়ে শুরুতেই ২টি টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।

৩ ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে ৬ অক্টোবর। অর্থাৎ টানা ৩ মাস টি২০ এবং সাড়ে ৪ মাসের মতো সময় ওয়ানডে খেলার সুযোগ নেই বাংলাদেশ দলের। কারণ অক্টোবরের শেষদিকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও মাত্র ২টি টেস্ট রয়েছে। আগামী বছর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে।

×