ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১

জিমন্যাস্ট কিংবদন্তী আজিজুরের প্রয়াণ

প্রকাশিত: ২০:০৯, ২৬ জুন ২০২৪

জিমন্যাস্ট কিংবদন্তী আজিজুরের প্রয়াণ

বাংলাদেশে জিমন্যাস্টিক্স ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন আজিজুর

বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, জিমন্যাস্টিক্স কোচ ও সাবেক জিমন্যাস্ট আজিজুর রহমান (৭৪) গত ১৭ জুন রাতে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ী দিনাজপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)।  

দেশ স্বাধীন হওয়ার পর আজিজুর দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা তথা বাংলাদেশে জিমন্যাস্টিক্সে খেলার প্রসার ঘটান। অনায়াসেই তাকে বাংলাদেশের একজন জিমন্যাস্ট কিংবদন্তী বলা যায়। তিনি আমৃত্যু দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থায় জিমন্যাস্টিক্স প্রশিক্ষণে সহযোগিতা দিয়ে আসছিলেন। আজিজুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশন একজন দক্ষ ও অভিজ্ঞ সংগঠককে হারালো। তার মৃত্যুতে বাংলাদেশ জিমন্যাস্টিকস্ পরিবার গভীরভাবে শোকাহত। একই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে ফেডারেশন।
 

 

রুমেল খান

×