লিওনেল মেসি
২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কি, খেলবেন না? এই প্রশ্ন বহুবার শুনতে হয়েছে লিওনেল মেসিকে। এমনকি একজন ফুটবল ভক্ত হিসেবে এমন প্রশ্ন আপনার মনেও হয়ত বারবার ঘুরপাক খেয়েছে, এটাই স্বাভাবিক। তবে এবার নিজের ফুটবল থেকে অবসর প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং মেসি।
মেসি জানালেন, ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান ইন্টার মায়ামির হয়েই। ইএসপিএনের সঙ্গে এক আলাপচারিতায় নানা বিষয়ে কথা বলেছেন এই বিশ্বকাপজয়ী তারকা।
মেসি বলেন, 'সারা জীবন আমি এটাই করেছি (ফুটবল খেলেছি), ফুটবল খেলতে ভালোবাসি, অনুশীলন উপভোগ করি, জীবনের প্রতিটি দিন, ম্যাচগুলো…এটা থেমে যাবে ভেবে সবসময়ই একটু ভয় লাগে।'
এছাড়া, ইউরোপের ফুটবল আঙিনা ছেড়ে যাওয়া কঠিন পদক্ষেপ ছিল বলেও জানিয়েছেন মেসি।
শহিদ