ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১

মোহামেডান অপরাজিত চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:২০, ১২ জুন ২০২৪

মোহামেডান অপরাজিত চ্যাম্পিয়ন

বুধবার বিকেএসপিতে নারী ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন মোহামেডানের ক্রিকেটারদের উল্লাস

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগের ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড নারী ক্রিকেট দল। বুধবার নিজেদের শেষ লীগ ম্যাচে মোহামেডানের মেয়েরা রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ নারী দলকে বিকেএসপির ৩ নম্বর মাঠে ৪৬ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। 
৯ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। এটি দেশের নারী ক্রিকেটে তাদের অষ্টম শিরোপা, তবে ডিপিএলে তৃতীয়। রানার্সআপ হয়েছে আবাহনী লিমিটেড নারী ক্রিকেট দল। ৯ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে তারা। বিকেএসপির ৪ নম্বর মাঠে শেষ লিগ ম্যাচে তারা ৭ উইকেটে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাব নারী দলকে। গতবারের শিরোপাধারী রূপালী ব্যাংক এবার আবাহনী-মোহামেডানের কাছে হেরে ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে। 
শেষ ম্যাচে তাদের বিপক্ষে মোহামেডান ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৯ রান তোলে। আয়েশা রহমান ৮৮ বলে ৮ চার, ২ ছক্কায় ৭২ ও সোবহানা মোস্তারি ৯১ বলে ৪ চার, ২ ছক্কায় ৬৮ রান করেন। 
জবাবে রূপালী ব্যাংক ৪৫.৫ ওভারে গুটিয়ে যায় ২০৩ রানে। ফারজানা হক পিঙ্কি ১০৯ বলে ৪ চারে ৬৫ রান করেন। ৫ উইকেট নেন দিশা দীপক।

×