ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

রাঙ্গামাটিতে রাগবি রেফারিজ ও প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স 

প্রকাশিত: ১৭:৫৩, ৯ জুন ২০২৪

রাঙ্গামাটিতে রাগবি রেফারিজ ও প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স 

প্রশিক্ষণ শেষে সনদ হাতে প্রশিক্ষণার্থীরা

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাঙ্গামাটির লংগদুতে তিন দিনব্যাপী ৩৭তম জেলায় জেলায় রাগবি রেফারিজ ও প্রশিক্ষণ কোর্স ১৭ স্কুল ও কলেজের ক্রীড়া শিক্ষকসহ ২০ প্রশিক্ষণার্থীদের নিয়ে লংগদু সরকারি মডেল কলেজের প্রাঙ্গণে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সফলভাবে সমাপ্ত হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ও ক্রীড়াবিদ কমল হোসেন কামাল।বিশেষ অতিথি ছিলেন আজগর আলী (প্রিন্সিপাল, লংগদু সরকারি মডেল)। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন।    
কোর্সটির প্রশিক্ষক ছিলেন রাগবি ফেডারেশনের আরডিও ও ওয়ার্ল্ড রাগবি লেভেল ওয়ান ১৫ এ-সাইড প্রশিক্ষক আশিক হোসেন। কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ।
জাতীয় স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষাবোর্ডে কারিকুলামে রাগবি খেলাটি অন্তর্ভুক্ত হওয়ায় পর্যায়ক্রমে এই কোর্সটি ৬৪ জেলা, ৫৭১ উপজেলা ও জেলা ক্রীড়া অফিসে অনুষ্ঠিত হবে।    

রাগবি  রেফরিজ ও প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স : ২০২১-২০২৫ এর এটি ৩৭তম প্রশিক্ষণ কোর্স।            
১মটি ভোলা জেলায়, ২য়টি বাগেরহাট জেলায়, ৩য়টি কক্সবাজার জেলায়, ৪র্থটি ঠাকুরগাও জেলায়, ৫মটি সিলেট জেলায়, ৬ষ্ঠটি রাজশাহী জেলায় ,৭মটি জয়পুরহাট জেলায়, ৮মটি বরিশাল জেলায়, ৯মটি গাইবান্ধা জেলায়, ১০মটি চট্টগ্রাম জেলায়, ১১তমটি দিনাজপুর জেলায়, ১২তমটি রংপুর জেলায়, ১৩তম টি নীলফামারী জেলায়, ১৪তমটি কিশোরগঞ্জ জেলায়, ১৫তমটি বরগুনা জেলায়, ১৬তম টি কুড়িগ্রাম জেলায়, ১৭তমটি নড়াইল জেলায়, ১৮তমটি বগুড়া জেলায়, ১৯তমটি চট্টগ্রাম সরকারী শারিরীক শিক্ষা কলেজ, ২০তমটি গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয় (কেশবপুর, যশোর), ২১তমটি জামালপুর জেলায় , ২২তমটি ময়মনসিংহ জেলায়, ২৩তমটি রাজশাহী সরকারী শারীরিক শিক্ষা কলেজে, ২৪তমটি সুনামগঞ্জ জেলায়, ২৫তমটি  ব্রাক্ষণবাড়িয়া জেলায়, ২৬তমটি টাঙ্গাইল জেলায়, ২৭তমটি পার্বত্য বান্দরবান জেলায়, ২৮তমটি হবিগঞ্জ জেলায়, ২৯তমটি গোপালগঞ্জ জেলায়, ৩০তমটি মাগুরা জেলায়, ৩১তমটি রাজশাহী সরকারী মডেল কলেজে, ৩২তমটি ঢাকায়, ৩৩তমটি চাঁপাইনবাবগঞ্জ জেলার সন্তোষপুরে, ৩৪তমটি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়, ৩৫তমটি নীলফামারী জেলার ডিমলা উপজেলায়, ৩৬তমটি সরকারী শারীরিক শিক্ষা কলেজ, ঢাকায় অনুষ্ঠিত হয়।
 

রুমেল খান

×