ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

এমিলি-মামুনুলরা বাছাই করবেন রিয়াল মাদ্রিদে যাওয়া ১২ ফুটবলারকে

প্রকাশিত: ২০:১৪, ৬ জুন ২০২৪; আপডেট: ২০:১৬, ৬ জুন ২০২৪

এমিলি-মামুনুলরা বাছাই করবেন রিয়াল মাদ্রিদে যাওয়া ১২ ফুটবলারকে

ই-ট্যালেন্ট হান্টের সংবাদ সম্মেলনের একটি দৃশ্য 

ভারত ও বাংলাদেশ থেকে ১২ ফুটবলার ২০২৫ সালে বিশ্বখ্যাত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে প্রাক মৌসুমে এক মাসের প্রশিক্ষণের সুযোগ পাবেন। মালয়েশিয়ার রাজ পরিবার টুংকু হারুন অর রশিদ ফুটবল একাডেমির সঙ্গে রিয়াল মাদ্রিদের সমঝোতা রয়েছে। টুংকু একাডেমির সঙ্গে চুক্তির মাধ্যমে ‘হ্যালো সুপারস্টার’ বাংলাদেশ ও ভারত থেকে প্রতিভাবানরা রিয়ালে যাওয়ার সুযোগ পাবেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক দুই অধিনায়ক জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম এই অনুর্ধ-১৫ পর্যায়ের ফুটবলারদের বাছাই করবেন।

হ্যালো সুপারস্টার একটি অনলাইন ভিত্তিক অ্যাপ। এই অ্যাপে ১৫ বছর বয়সী ফুটবলাররা তাদের ৪০ সেকেন্ডের ফুটবলশৈলীর ভিডিও আপলোড করবেন। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাপে ভিডিও প্রেরণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ভারত থেকেও সংযুক্ত ছিলেন এই অনুষ্ঠানে। প্রাথমিক পর্যায়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ভিডিও পাঠানো যাবে। বাংলাদেশ থেকে এমিলি, মামুনুল, কায়সার হামিদ, আব্দুল গাফফাররা ভিডিও দেখে বাছাই করবেন ৷ প্রাথমিক বাছাইয়ের পর সশরীরে পরীক্ষা নেয়া হবে। আরো কয়েকধাপ পেরিয়ে এরপর চুড়ান্ত ১২ জন সুযোগ পাবেন স্পেনে যাওয়ার। 
সংবাদ সম্মেলনে বিচারক হিসেবে সাবেক তারকা ফুটবলার ছাড়াও ছিলেন চিত্রনায়ক নীরব। 
 
 

 

রুমেল খান

×