ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

রাগবি রাইজ রোড প্রজেক্টে ডাঃ রেহান উদ্দিন

প্রকাশিত: ১৯:৪২, ৫ জুন ২০২৪

রাগবি রাইজ রোড প্রজেক্টে ডাঃ রেহান উদ্দিন

রাগবি রাইজ রোড প্রজেক্টে প্রথমবার বাংলাদেশের ডাঃ রেহান উদ্দিন

আমিরাত রাগবি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও এশিয়া রাগবির সদস্যভুক্ত দেশগুলির কোচ ও ম্যাচ অফিসিয়ালদের (রেফারি) নিয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট পরিচালনা করছে। এই প্রজেক্টের ইউএই এল-১ ফেয়ার কোর্সে অংশগ্রহণের জন্য  বাংলাদেশ রাগবির মেডিকেল অফিসার ডাঃ রেহান উদ্দিন খান (সহযোগী অধ্যাপক এনেস্থেসিওলজিস্ট বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল) কে নির্বাচিত করেছে । তিনি বাংলাদেশ রাগবি ফেডারেশনের চিকিৎসক হিসেবে নিয়োজিত রয়েছেন। এই রাগবি রাইজ রোড প্রজেক্টে অংশগ্রহণের জন্য আগামী ৭ জুন দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন রেহান এবং ৮-১০ জুন  ইউএই এল-১ ফেয়ার কোর্সে টিতে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ রাগবির একজন মেডিকেল অফিসার এই ধরনের প্রজেক্টে এই প্রথম অংশগ্রহণ করার সুযোগ পেলেন। তার সব খরচ আরব আমিরাত রাগবি ফেডারেশন বহন করবে। 
 

 

রুমেল খান    

×