ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

১০৯ রানের টার্গেট: সুপার ওভারের নাটকীয়তায় ওমানকে হারাল নামিবিয়া

প্রকাশিত: ১০:৫০, ৩ জুন ২০২৪

১০৯ রানের টার্গেট: সুপার ওভারের নাটকীয়তায় ওমানকে হারাল নামিবিয়া

নাটকীয়তা শেষে জয় নিয়েই মাঠ ছেড়েছে নামিবিয়ানরা

আইসিসির দুই সহযোগী দল ওমান ও নামিবিয়ার ম্যাচ। তাই বিশ্বকাপের ম্যাচ হলেও ক্রীড়াপ্রেমীদের মধ্যে এ নিয়ে খুব একটা কৌতূহল থাকার কথা না। এরপর ওমান মাত্র ১০৯ রানেই গুটিয়ে যাওয়ায় ম্যাচের জৌলস আরও হারায়। অথচ এই ম্যাচেই নাকি জমজমাট রোমাঞ্চের দেখা মিলল।

আরও পড়ুন : চেইসের ব্যাটে  উইন্ডিজের জয়

আগুনে বোলিংয়ে নামিবিয়াকে একই সমীকরণে ওমান আটকে দিলে সুপার ওভারে গড়ায় ম্যাচটি। যা কিনা টি-টোয়েন্টি বিশ্বমঞ্চের গত চার আসরে দেখাই যায়নি। তবে সুপার ওভারে এসে লড়াইটা ফের জমিয়ে তুলতে পারেনি ওমান। নামিবিয়ার ২১ রানের জবাবে ১০ রানেই থেমেছে তারা। এতে নাটকীয়তা শেষে জয় নিয়েই মাঠ ছেড়েছে নামিবিয়ানরা।

এবি 

×